আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানানোয় বিএনপিকে ধন্যবাদ : নাসিম

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৬

আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানানোয় বিএনপিকে ধন্যবাদ : নাসিম

নিউ সিলেট ডেস্ক:::  আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানানোয় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি জানান, বিএনপি প্রতিনিধি সম্মেলনে আসবে বলে  আশা করেছিলেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোহাম্মদ নাসিম।
গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির চেয়ারপারসন ও মহাসচিবকে আমন্ত্রণ জানায় বিএনপি। দলের পক্ষ থেকে প্রথমে সম্মেলনে যাওয়ার কথা জানানো হলেও শেষ পর্যন্ত বিএনপির কেউ সেই সম্মেলনে যায়নি। ভদ্রলোক কেউ এই সম্মেলনে যেতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপিকে আগামী নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘আগামী নির্বাচন মিস করবেন না। সেই নির্বাচনে আসুন,  দেখবো জনগণ কাদের পক্ষে রায় দেয়।
আমেরিকাকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘আমাদেরকে আপনারা কী উপদেশ দেবেন? আগামীতে আমরাই আপনাদেরকে উপদেশ দেব।’ তিনি বলেন, ‘আমেরিকায় নির্বাচন হচ্ছে, সেই নিয়ে তারা যে বক্তব্য দিচ্ছে তাতে কান পাতা যায় না। ওরা যে ভাষায় কথা বলে তাতে নারীর অপমান হয়।অথচ আমরা নারীর ক্ষমতায়ন করছি।’
আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে নাসিম বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর সম্মেলন হয়নি। প্রধানমন্ত্রী প্রায় এক ঘণ্টার বক্তব্যে তার স্বপ্নের কথা বলেছেন, তার অর্জনের কথা বলেছেন। তিনি ইংগিত দিয়েছেন আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে। সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন।’
চিকিৎসা গবেষণায় বর্তমান সরকারের সমর্থন আগামী বছরগুলোতে অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী। রোগীদের সেবা এবং গবেষণায় আরও মনোযোগী হতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান প্রবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন), অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় জানানো হয় বিশ্ববিদ্যালয়ে এ যাবত ১৪৪৭টি গবেষণাকর্ম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এ যাবৎকালে সম্পাদিত গবেষণাসমূহ প্রকাশ করা হয় এবং গবেষণার জন্য তিনজনকে বিশ্ববিদ্যালয় পদক দেয়া হয়।



This post has been seen 476 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১