প্রধানমন্ত্রীর বক্তব্য দুরদৃষ্টিসম্পন্ন: এমাজউদ্দিন

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

প্রধানমন্ত্রীর বক্তব্য দুরদৃষ্টিসম্পন্ন: এমাজউদ্দিন

নিউ সিলেট ডেস্ক::: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রশংসা করেছেন বিএনপিপন্থি বুদ্ধিজীবী এমাজউদ্দিন আহমেদ। বিএনপির পক্ষ থেকে শেখ হাসিনার বক্তব্যকে বিপজ্জনক বলা হলেও এমাজউদ্দিনের মতে, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য দুর দৃষ্টিসম্পন্ন।’ বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রীর পরিকল্পনার জন্য তাকে আগাম অভিনন্দনও জানান এমাজউদ্দিন আহমেদ।
রাজধানীতে বুধবার এক আলোচনায় এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। সাংবাদিক গিয়াস কাদের চৌধুরীর মৃত্যুর তিন বছর পূর্তিতে এই স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। এ সময় বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ও দেশ গঠনে শেখ হাসিনার পরিকল্পনা নিয়ে কথা বলেন এমাজউদ্দিন।
গত ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কর্মসূচির পাশাপাশি রাষ্ট্রগঠনে সরাকরের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জানান, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের ও ২০৪১ সালের জন্য উন্নত দেশে পরিণত করতে চায় সরকার। এ জন্য সরকারের নানা কর্মসূচিতে দলীয়ভাবে সহায়তা করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশও দেন দলের সভাপতি।
এই বিষয়টির উল্লেখ করে এমাজউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৬ সালে বলেছেন ২০৪১ সালে বাংলাদেশ কোন অবস্থায় পৌঁছাবে। এটা ভালো কথা, দুরদৃষ্টি থাকা ভালো। তার এ দুরদৃষ্টিকে অভিনন্দন জানাচ্ছি।’
বিএনপিপন্থি এই বুদ্ধিজীবী বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। ৪১ সালে না হয়ে ৫১ সালে হলেও শেখ হাসিনাকে অভিন্দন জানাচ্ছি।’
এমাজউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন তারা আগামীতেও যেন ক্ষমতায় যেতে পারেন। আবার অন্য জায়গায় বলেছেন নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়। দুই জায়গায় অমিল আছে।’
আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে জমকালো আয়োজন নিয়ে কথা বলেন এমাজউদ্দিন। বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের একই রকম সুযোগ দেয়া প্রয়োজন।’ তিনি বলেন, ‘সব মিলেয়ে এই সম্মেলন ছিল ব্যয়বহুল। ক্ষমতাসীন বলেই যখন যে জায়গার প্রয়োজন পেয়েছে আর অন্যদের অনুমতি নিতে হয়েছে। তাদের এ সম্মেলন অনেকদিন স্মৃতি হয়ে থাকবে। আর যারা এই রকম সম্মেলন করতে চায় তাদেরকেও যেন সুযোগ দেয়া হয়।’



This post has been seen 432 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১