সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার সবধরনের উদ্যোগ নিয়েছে। এখন আর প্রশ্ন ফাঁসের সুযোগ নেই। তবে জালিয়াত চক্রের কিছু কিছু পেশাদার লোক এখনও ভুয়া প্রশ্ন চড়া দামে বিক্রি করছে। প্রতি সেট প্রশ্নের দাম তিন লাখ টাকা পর্যন্ত উঠেছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান এসব তথ্য। জেএসসি-জেডিসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এখন প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই জানিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই প্রতারক চক্রের একটি উদ্দেশ্য হলো প্রশ্ন ফাঁস করে কিছু ইনকাম করা। আবার সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং শিক্ষা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেও প্রশ্নফাঁসের চেষ্টা হয়।’ প্রযুক্তি ব্যবহার করে এখন সত্য-মিথ্যা দুটোই খুব সহজে প্রচার করা যায় বলেও মন্তব্য করেন নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ভর্তি পরীক্ষার একটি চক্রকে আইনশৃঙ্খলা বাহিনী ধরেছেন, যারা ভুল প্রশ্ন প্রচার করেছে।’
মন্ত্রী বলেন, ‘বিভিন্ন পদক্ষেপ নেয়ায় প্রশ্ন ফাঁসের বিষয়টি এখন আর আগের মতো নেই, বলা যায় নকলমুক্ত পরীক্ষা। তবে ছোটখাটো ভুলত্রুটি থাকতে পারে, সেটা অন্য জিনিস।’
আগামী ১ থেকে ১৭ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে। এবার দেশের দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে ২৪ লাখ ১০ হাজার ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। এর মধ্যে ১১ লাখ ২৩ হাজার ১৬২ জান ছাত্র এবং ১২ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন ছাত্রী।
আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২০ লাখ ৩৫ হাজার ৫৩৪ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষা দেবে বলে শিক্ষামন্ত্রী জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি