তারেক জিয়া হতে চান না জয় : ওবায়দুল

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

তারেক জিয়া হতে চান না জয় : ওবায়দুল

নিউ সিলেট ডেস্ক:::  আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় তারেক জিয়ার মতো হতে চান না।
সম্মেলনের দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনে তৃণমূল নেতাকর্মীদের দাবি ছিল জয়কে দলের কেন্দ্রীয় কমিটিতে নিয়ে আসার জন্য। এ দাবির পরিপ্রেক্ষিতে জয় বলেন, ‘আমাকে তারেক জিয়া বানাবেন না।’
আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর বৈঠকে সভাপতির বক্তব্যে জয়ের বক্তব্যটি তুলে ধরেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দৌহিত্র জয়কে নিয়ে আমাদের স্বপ্ন আছে। তিনি আমাদের ফিউচার লিডার। তবে রাজনীতিতে তার আগ্রহের দিকটাও দেখতে হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কমিটিতে এখনো অনেক পদ ফাঁকা আছে। এগুলোতে তরুণ নেতারা আসতেও পারেন।’
এ সময় সম্মেলনের সাজসজ্জা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে যে আলোকসজ্জা করা হয়েছে এখন আর নেই। আমরা সরিয়ে নিয়েছি। তবে সম্মেলন উপলক্ষে রাজধানীজুড়ে যে রাজনৈতিক বিলবোর্ড টানানো হয়েছে তা ৩০ তারিখের মধ্যে সরিয়ে নেওয়া হবে।’
এ সময় আরো ‍উপস্থিত ছিলেন—দলটির যুগ্ম-সাধারণ সম্পাফক মাহবুব-উল-আলম হানিফ, দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।



This post has been seen 505 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১