বাংলাদেশের গণতন্ত্র হত্যায় ভারত সহযোগিতা করছেঃ শামসুজ্জামান দুদু

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

বাংলাদেশের গণতন্ত্র হত্যায় ভারত সহযোগিতা করছেঃ শামসুজ্জামান দুদু

নিউ সিলেট ডেস্ক::: বাংলাদেশের গণতন্ত্র হত্যায় ভারত সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে ‘কাশ্মীর ইস্যু এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা’ শীর্ষক এক মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন।
দুদু বলেন, ‘কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ সরকার ভারতের পক্ষ নিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ কাশ্মীরের সঙ্গে রয়েছে। ভারতের মনে রাখা উচিত, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারত সহযোগিতা করলেও এখন তারা বাংলাদেশের গণতন্ত্র হত্যায় সহযোগিতা করছে।’
দেশে নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন ‘আগে গণতন্ত্র, এরপর আলোচনা। তাই আসুন, দেশে গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনায় বসি।’
আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে জনগণ প্রত্যাশা করেছিল কাউন্সিল থেকে গণতন্ত্রের পক্ষে কোনো সিদ্ধান্ত ও ঘোষণা আসবে। কিন্তু তা আসেনি। এতে জনগণ হতাশ হয়েছে। গণতন্ত্রের পক্ষে সিদ্ধান্ত ছাড়া আওয়ামী লীগের সম্মেলনে সবকিছুই হয়েছে। খাওয়া-দাওয়ার উৎসব করার পাশাপাশি রঙ্গিন সাজসজ্জার রেকর্ড করা হয়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।



This post has been seen 386 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১