সাকিব যাদুতে ফিরলো বাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

সাকিব যাদুতে ফিরলো বাংলাদেশ

নিউ সিলেট ডেস্ক ::::  বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিকরা ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল। ৪ উইকেটে আড়াইশো রান করে ফেলেছিল তারা। বাংলাদেশকে লিড দেওয়ার পথেই হাঁটছিল কেন উইলিয়ামসনের দল। তবে এ যাত্রায় বাধ সাধে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি মাত্র ৪ রানের ব্যবধানেই তুলে নেন ৩টি উইকেট।
কিউইদের হয়ে পঞ্চম উইকেট জুটিতে হেনরি নিকোলাস আর মিচেল স্যান্টনার জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। ৭৫ রানের জুটি গড়ে তুলেন এ দু’জনে। বাংলাদেশের জন্য এ জুটি আশঙ্কা হয়েই দেখা দিয়েছিল। এ সময়ই বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সাকিব। তার আঘাতে হঠাৎই বিপর্যস্ত হয়ে উঠে কিউই শিবির। মাত্র ৪ রানের ব্যবধানেই ৩টি উইকেট তুলে নেন সাকিব।
স্যান্টনারকে ২৯ রানে এলবিডব্লিউয়ের শিকার করে সাজঘরে ফেরান সাকিব। এরপর বিজে ওয়াটলিং (১) এবং কলিন ডি গ্র্যান্ডহোমকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান। তবে নিকোলাস এখনও ৫৬ রানে অপরাজিত রয়েছেন। পরে বৃষ্টির কারণে দিন শেষ হওয়ার আগেই খেলা শেষের ঘোষণা দেওয়া হয়।
দ্বিতীয় দিন শেষে সাকিবের বোলিং ফিগার দাঁড়িয়েছে ৭-০-৩২-৩। অর্থাৎ ৭ ওভার বল করে ৩২ রান খরচে ৩টি উইকেটে নিয়েছেন তিনি।
আর দ্বিতীয় দিন শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ২৬০ রান।21/01/2017-tr24/ns/-



This post has been seen 257 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১