পোস্ট অফিসকে ই-কমার্সের সঙ্গে যুক্ত করা হবে : তারানা হালিম

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

পোস্ট অফিসকে ই-কমার্সের সঙ্গে যুক্ত করা হবে : তারানা হালিম

নিউ সিলেট ডেস্ক::: দেশের ৯ হাজার ৮৮৬ টি পোস্ট অফিসকে ই-কমার্সের সঙ্গে যুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, দেশের ৯ হাজার ৮৮৬ টি পোস্ট অফিসকে ই-কমার্সের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।
আজ বুধবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ই-কমার্স পলিসি কনফারেন্সের তৃতীয় সেশনে ‘বিজনেস লিডারশিপ ডায়ালগ অন ই-কমার্স’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কনফারেন্সের আয়োজন করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
প্রতিমন্ত্রী বলেন, ই-কমার্সের ভিক্তি গড়ে তুলতে হলে প্রথমেই প্রয়োজন ইন্টারনেটের গতি বৃদ্ধি। এই প্রাথমিক কাজ আমরা করে দিয়েছে। এখন উদ্যোক্তাদেরকে ই-কমার্সের মূল ভিত্তি তৈরি করতে হবে।
ই-কমার্স সেক্টরে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার মন্তব্য করে তিনি বলেন, এই সেক্টরের সবাইকে নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। মার্কেটকে প্রতিযোগিতাপূর্ণ করতে হবে। এটা আমাদের কাজ। আমরা এটা করে দিবো।
বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, তপন কান্তি সরকার প্রমুখ।



This post has been seen 434 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১