ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হবেঃ আইনমন্ত্রী

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হবেঃ  আইনমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক::: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দিনাজপুরের পার্বতীপুরের ৫ বছরের শিশুসহ শিশু ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে, যাতে করে অভিযুক্তদের কম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়।
বুধবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ‘রিফ্রেশার’ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এ ধরনের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে এবং তার বিচারিক কাজ দ্রুত সময়ে হবে। আমি আশা করব ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে কেউ সাহস না পায়।’
দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার ৫ বছরের ধর্ষিত শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণে জড়িত থাকার অভিযোগ শিশুর বাবা ঘটনার দুইদিনের মাথায় দুইজনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলেন স্থানীয় সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন (৪৮)। সাইফুল ইসলামকে দিনাজপুর শহর থেকে গ্রেফতার করা হয়েছে।



This post has been seen 426 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১