নতুন ‘সুইসাইড ড্রোন’ তৈরিকরেছে ইরানর

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

নতুন ‘সুইসাইড ড্রোন’ তৈরিকরেছে ইরানর

নিউ সিলেট ডেস্ক:::: জলে ও স্থলে শত্রুর অবস্থান উড়িয়ে দিতে সক্ষম এমন একটি ‘সুইসাইড ড্রোন’ বানিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবার তারা এই ধরনের নতুন ড্রোন তৈরির খবর প্রকাশ করে। খবর এনডিটিভির।
ইরানের সেনাবাহিনীর মদদপুষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানায়, নতুন এই ড্রোনটি প্রাথমিকভাবে সামুদ্রিক নজরদারির জন্য ব্যবহার করা হবে। ড্রোনটি ক্ষেপণাস্ত্র সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়নি। তবে এটি যুদ্ধে আত্মঘাতী হামলার জন্য প্রচুর বিস্ফোরক দ্রব্য বহন করতে সক্ষম। এটি সমুদ্রপৃষ্ঠের কাছকাছি উচ্চতা দিয়ে উচ্চ নৌ গতিতে উড়তে সক্ষম। ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ধ্বংস করতে সক্ষম। এমনকী ড্রোনটির সামুদ্রিক জাহাজ এবং উপকূলের কমান্ড সেন্টার ধ্বংস করার ক্ষমতা রয়েছে।
সংবাদ সংস্থাটি আরও জানায়, ড্রোনটি পানি থেকে মাত্র দুই ফুট উপর দিয়ে চলাচলে সক্ষম। এর গতি হবে ঘন্টায় ২৫০ কিলোমিটার। ড্রোনটি সর্বোচ্চ তিন হাজার ফুট পর্যন্ত উপরে উঠতে সক্ষম।
ইরানের পূর্বঘোষণা অনুযায়ী সংবাদ সংস্থাটি ড্রোনটির ছবি প্রকাশ করেছে কিন্তু কোনো ভিডিও প্রকাশ করেনি।
সংবাদ সংস্থাটি জানায়, ড্রোনটিতে দিনে এবং রাতে ব্যবহারযোগ্য উন্নত প্রযুক্তির সামরিক ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সমুদ্রের আবহাওয়া আদ্র থাকলেও এটি কাজ করতে সক্ষম।
চলতি মাসের শুরুর দিকে ইরানের সেনাবাহিনী দ্য সাইগেহ বা থান্ডারবোল্ট নামে নতুন আরেকটি ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছে।



This post has been seen 418 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১