সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬
নিউ সিলেট আন্তর্জতিক ডেস্ক::: হিলারি ক্লিনটনের সিরিয়া বিষয়ক নীতি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেবে বলে আশঙ্কার কথা বলেছেন যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার চেয়ে যুক্তরাষ্ট্রের জঙ্গি সংগঠন আইএস দমনে মনযোগ দেয়া উচিত।
হিলারি ক্লিনটন সিরিয়ায় নো ফ্লাই জোন করার প্রস্তাব দিয়েছেন। অনেকেই বলে থাকেন, এই প্রস্তাবে রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বাঁধতে পারে। এদিকে হিলারি বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রবাসীদেরকে ভয় দেখাতে চাইছেন।
ট্রাম্প তার বক্তব্যে হিলারির পাশাপাশি আক্রমণ করেছেন নিজ দলে তার বিরুদ্ধচারণকারী নেতাদেরও। সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমরা যদি দলকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে হিলারিকে হারানো ব্যাপার হবে না।’
আন্তর্জতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমরা যদি হিলারির কথা মতো চলি, তাহলে সিরিয়া নিয়ে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতিতে পড়তে যাচ্ছি।’
ট্রাম্প বলেন, ‘আমরা কেবল সিরিয়ায় লড়ছি না, আমরা সিরিয়া, রাশিয়া ও ইরানের সঙ্গে একসঙ্গে লড়ছি।’
হিলারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে পারবেন না বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘হিলারি যাবে দুষ্ট হিসেবে চিত্রিত করেছেন, তিনি তার সঙ্গে কীভাবে আলোচনায় বসবেন?’
তবে ক্লিনটনের সমর্থকরা এই সমালোচনাকে উড়িয়ে দিয়েছে। তারা বলছে, রিপাবলিকান এবং ডেমোক্রেট-দুই পক্ষই বলছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন না।
হিলারির মুখপাত্র জেস লেরিখ এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প পুতিনের কথা বলে যুক্তরাষ্ট্রবাসীর ভীতিকে ব্যবহার করতে চাইছেন। কিন্তু তিনি সিরিয়ায় মানবাধিকার লংঘনকারী আইএস দমনে তার কোনো পরিকল্পনার কথাই বলছেন না তিনি।
‘অনেক বেশি সিরিয়কে হত্যা করা হয়েছে’|
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি