৬৫ শতাংশ নারী সাংসদ যৌন নির্যাতনের শিকার

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

৬৫ শতাংশ নারী সাংসদ যৌন নির্যাতনের শিকার

নিউ সিলেট ডেস্ক::: পুরো বিশ্বে ৬৫ শতাংশ নারী সাংসদ যৌন নির্যাতন বা যৌন হয়রানির শিকার হন। বৈশ্বিক পার্লামেন্টারি গ্রুপের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।
ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়ন (আইপিইউ) সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত তাদের বার্ষিক সভায় এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।
বিশ্বের বিভিন্ন দেশের মাত্র ৫৫ জন নারী সংসদ সদস্য জরিপে অংশ নেন। কিন্তু তারা সারা বিশ্বের পার্লামেন্টকে প্রতিনিধিত্ব করছে বলে প্রতিবেদনে বলা হয়।
জরিপে অংশগ্রহণকারী ৮০ শতাংশ নারী সাংসদ বলেছেন, তারা মানসিক, যৌন হয়রানি ও সহিংসতার শিকার হয়েছিলেন।
তাদের মধ্যে ৬৫.৫ শতাংশ নারী বলেছেন, যৌন সংক্রান্ত ভাষা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের হয়রানি করা হতো। প্রতিবেদনে আরও বলা হয়, পুরুষ সহকর্মীদের কাছ থেকে অপমানজনক বাক্য প্রায়ই শুনতে হয় নারী সাংসদদের।



This post has been seen 467 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১