বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র এলাকায় তীব্র পানির সংকট

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র এলাকায় তীব্র পানির সংকট

নিউ সিলেট ডেস্ক:::  দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কারণে পরিবেশ দুষন ও পানির তীব্র সংকট সমাধানসহ ৭ দফা দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ ৪ গ্রামের মানুষ।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পার্বতীপুর উপজেলার পুর্ব দুধিপুর, পশ্চিম দুধিপুর, ইউসুবপুর ও রামভদ্রপুর গ্রামের কয়েক হাজার ক্ষতিগ্রস্থ মানুষ এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচী চলাকালে ভুক্তভোগী এসব মানুষেরা জানায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য ভুগর্ভস্থ থেকে গভীর নলকুপ দিয়ে ঘন্টায় ২৫শ টন পানি উত্তোলন করা হয়। এতে এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এছাড়াও তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্ষতিকারক ছাই নির্গত হওয়ায় এলাকার পরিবেশ মারাত্মকভাবে দুষিত হচ্ছে। এর ফলে ইতিমধ্যেই এলাকার ৬৪ জন লোক অন্ধত্বসহ চোখের মারাত্মক সমস্যায় ভুগছে।
বক্তারা বলেন, বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কারনে পূর্ব দুধিপুর গ্রামের মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখনও হচ্ছেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহনকালে তাদের ক্ষতিপূরন দেওয়া হয়েছিলো একর প্রতি মাত্র ১ লাখ ৬০ হাজার টাকা। বিদ্যুৎ কেন্দ্রের পাশের বড়পুকুরিয়া কয়লা খনির জমি অধিগ্রহন বাবদ ক্ষতিপূরণ দেওয়া হয়েছে একর প্রতি ২০ লাখ টাকা করে।
তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আগে এখানকার গ্রামের সন্তানদের স্থায়ী চাকুরী দেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। এছাড়াও সবরকম সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিলো। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের কারনে গ্রামে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। কয়লার ধোঁয়া কালি ছাইয়ের কারণে জমিতে ফসল কমে গেছে এবং বহু মানুষের চোখের সমস্যা দেখা দিয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
এসময় সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো, পূর্ব দুধিপুর গ্রামের প্রতিটি মানুষকে উপযুক্ত আর্থিক সহায়তা দিতে হবে, বিনামূল্যে পানি সরবরাহ করতে হবে, বেকার সন্তানদের স্থায়ী চাকুরী দিতে হবে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গ্রামে সরাসরী বিদ্যুৎ সরবরাহ করতে হবে, বিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এলাকায় একটি হাই স্কুল, একটি কলেজ ও মসজিদ নির্মান করতে হবে এবং তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক নুরুজ্জামানের দুর্নীতি তদন্ত ও তাকে অন্যত্র বদলী করা। এসব দাবি জানিয়ে গত ২২ অক্টোবর বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম উল্লেখ করেন।
মানববন্ধনে পার্বতীপুর উপজেলার ৭নং শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রহমান চৌধুরী, স্থানীয় জীবন বাঁচার জন্য সংগ্রাম কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



This post has been seen 388 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১