সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: নিরাপদ খাবার পানির চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘জনবহুল এই দেশে বিশুদ্ধ খাবার পানির নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ বর্তমান সরকার মোকাবেলা করবে।’
বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে ‘ড্রিংকিং ওয়াটার সেফটি: প্রাইওরিটিজ ফর এসিভিং এসডিজি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলেও আমাদের নিরাপদ খাবার পানির নিশ্চয়তা দিতে হবে। সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার।
নিরাপদ পানি নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে ৮০ ভাগ পানি মাটির নিচ থেকে সরবরাহ করি। আর ২০ ভাগ মাটির উপরিভাগ থেকে সরবরাহ করি। এ কারণে আমাদের পানির স্তরে নিচে চলে গেছে। পুরো দেশ মরুভূমি হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এসব বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ৮০ ভাগ পানি মাটির উপরিভাগ থেকে সরবরাহ করা হবে। আরও পানি যদি প্রয়োজন হয় তাহলে ২০ ভাগ মাটির নিচ থেকে সরবরাহ করা হবে। এজন্য মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।’
ঢাকার আশপাশে অনেক খাল, ঝিল, জলাধার, পুকুর প্রভাবশালীরা দখল করেছে। তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনার যারা আল্লাহর দান খাল, বিল, ঝিল জলাধার দখল করেছেন সেগুলোর দখল ছেড়ে দেন। এসব আল্লাহর দান। আমাদের বাঁচার জন্যই এসব সংরক্ষণ করতে হবে।’
জনস্বাস্থ্য বিভাগের প্রধান প্রকৌশলী ওয়ালিউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নার্গিস আক্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি