শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক::: শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন ‘১০৯৮’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার এ হেল্পলাইনের উদ্বোধন করা হয়।
এখন যে কেউ ১০৯৮-এ ফোন করে শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন ও সামাজিক সুবিধা সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় প্রধানমন্ত্রী মংলায় ৫০ হাজার টন শস্য ধারণ ক্ষমতাসম্পন্ন গুদাম ও খনন করা মংলা-ঘষিয়াখালী নৌ-চ্যানেল উন্মুক্তকরণ প্রকল্প দুটিও উদ্বোধন করেন।
শেখ হাসিনা বলেন, ‘মানুষের ভেতরে সুপ্রবৃত্তিও থাকে, কুপ্রবৃত্তিও থাকে। কাজেই মানুষের ভেতরে যেন ভালো প্রবৃত্তিগুলো জাগ্রত হয়, সে ব্যাপারে একটা সচেতনতা সৃষ্টি করাও কিন্তু প্রয়োজন। সে ক্ষেত্রে আমি বলব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা থেকে প্রতিনিয়ত এ প্রচারটা করে যাওয়া যে, মানুষের ভেতরে পশুত্বটা যেন কখনো জেগে না ওঠে।’
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘যখনই কোনো শিশু বিপদে পড়বে তারা ১০৯৮ -নম্বরে ফোন করে যে সাহায্য পাবে সেটা অনেক নিরাপদ হবে। সেই সঙ্গে যারা অপকর্ম করতে চাইবে তারা একটু ভীত থাকবে। তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, সেটা তারা জানবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারগুলোতে কোর্ট রুম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। যে সব আসামি খুবই ভয়ানক প্রকৃতির, যাদের বার বার আনা-নেওয়ায় সমস্যা তাদের সেখানেই বিচারের ব্যবস্থা করা হবে।’
হেল্পলাইন অপব্যবহার প্রসঙ্গে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘হেল্প লাইনের অপব্যবহার করা হলে বা মিথ্যা তথ্য দেওয়া হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’



This post has been seen 368 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১