সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন দলটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের প্রত্যেক নেতাকর্মীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘চলতি ১০ম সংসদের মেয়াদ আরও ২ বছর ২ মাস বাকি আছে। যথাসময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো সংশয়ের অবকাশ নেই।
আজকের বৈঠকের বিষয়ে তিনি বলেন, তিস্তার পানি বণ্টনের ব্যাপারে ভারত ইতিবাচক। বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে দেশটির হাইকমিশনার আমাদের আশ্বস্ত করেছেন।
আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান একদিন হয়ে যাবে। বৈঠকে তিস্তার পানি বণ্টন বিষয়ে আলোচনা চলছে। দুই দেশের মধ্যে এটি একটি চলমান প্রক্রিয়া।
আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করতে পারেন এমনটা জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ওই সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। আলোচনার মাধ্যমেই তিস্তা চুক্তি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় অতীতেও মতো ভবিষ্যতেও ভারত পাশে থাকবে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাতায় পাশে থাকলেও ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।
দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আ.লীগের নতুন সাধারণ সম্পাদক বলেন, দলকে সুসংগত করার চ্যালেঞ্জ নিয়েই সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছি। দলকে গুছিয়ে নিতে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি