সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: হতদরিদ্র পরিবারের সদস্যদের পূনর্বাসনে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করতে সরকার ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ টি ইউনিয়নে ২৭ হাজার ২৪৪টি কার্ড বরাদ্দ দেয়। এসব কার্ড বিতরণে অনিয়মের ঘটনায় বিত্তবানদের কার্ড ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও প্রভাবশালী বিত্তবানরা কার্ড ফেরত দেয়নি। এদিকে বেশিরভাগ ইউনিয়নে কার্ড সংশোধনের নামে হতদরিদ্রদের নাম বাদ দিয়ে আবারো বিত্তবানদের দেওয়ার অভিযোগ উঠেছে।
চাল বিতরণের এ কর্মসূচির শুরুতেই ইউপি চেয়ারম্যান ও সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে স্বজনপ্রীতির মাধ্যমে বিত্তবানদের মাঝে হতদরিদ্রের কার্ড বিতরণ করে অভিযোগ উঠে। পরে বিত্তবানদের কাছে ১০ টাকা কেজির চালের কার্ড থাকলে তা ফেরত চেয়ে গত ১৮ অক্টোবর রুহিয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে উপজেলা প্রশাসন। আর কার্ড ফেরত প্রাপ্তি সাপেক্ষে সংশোধনের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ বন্ধ রাখা হয়।
খাদ্য বিভাগের চাপের মুখে সদর উপজেলার ২১টি ইউনিয়নের ২ হাজার ১৯৪ টি কার্ড ইউপি চেয়ারম্যানগণ সংশোধন করেছেন বলে দাবি করা হলেও তৃণমূলে হতদরিদ্রদের অভিযোগ থামেনি। এবার অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিরা বিত্তবানদের কার্ড বাতিল না করে দরিদ্রদের নাম বাতিল করে আবারো প্রভাবশালীদের মাঝে বিতরণ করেছেন।
১নং রুহিয়া ইউনিয়নের পূর্ব কুজিশহর গ্রামের ভ্যান চালক মাজেদুল ইসলাম বলেন,তিনি দরিদ্র হওয়ায় তাকে ১০ টাকা কেজির চালের কার্ড দেওয়া হয়েছিল। কিন্তু দুইবার চাল তুলতে গিয়ে দেখি আমার কার্ড বাতিল করা হয়েছে। নিলুফা ইয়াসমিন নামে একজনকে ওই কার্ড বরাদ্দ দেওয়া হয়। যার বাড়িঘর পাকা ও স্বামী ঢাকায় চাকরি করে।
একই গ্রামের শহিদুল ইসলাম (কার্ড নং ১০০) অভিযোগ করে বলেন, তার ২ রুম বিশিষ্ট পাকাবাড়ি থাকায় তার কার্ড বাতিল করে ৬ রুম বিশিষ্ট পাকাবাড়ির গৃহকর্ত্রী শাহিনা বেগমের নামে বরাদ্দ দেওয়া হয়েছে।
ঘনিমহেশপুর গ্রামের আব্দুল মালেক জানান,তিনি হতদরিদ্র হওয়ায় তার স্ত্রী নাসিমা বেগমের (৪২২) নামে কার্ড বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নেতারা পাকাবাড়ির মালিকদের কার্ড বাতিল না করে সংশোধনের নামে তার স্ত্রীর কার্ডসহ ভ্যান চালক আশিরত (৬৪৭) হতদরিদ্র শ্রীমতি ভাটারানীর (৬৪৮) কার্ড বাতিল করেছেন। অথচ প্রতিবেশি মিনারা বেগম, হিটলার দাস,শরৎ চন্দ্র, গোপাল চন্দ্র রায় ,ধনি গোপাল রায়, গয়া কাপালী, লিপি রানী , ঝরনা দাস, পোল দাস, কুথা দাস, জনাস দাস, ফিরোজা বেগম, নাদিরা বেগম , বিলকিস বানু সহ প্রায় ২০ জনের পাকাবাড়ি থাকার পরও তারা ১০ টাকা কেজির চাল উত্তোলন করছেন। নিরেন দাস নামে নামে একজন জানান,তিনি আওয়ামীলীগ করেন না বলে তাকে কার্ড দেওয়া হয়নি। অথচ ঘনিমহেশপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ ঢাকায় চাকুরি করলেও তার স্ত্রী তাসমিন আক্তারের (৩৩৫) নামে কার্ড দেওয়া হয়েছে। সে নিয়মিত চাল উত্তোলন করছে।
তার মতে ,সারা ইউনিয়নে প্রায় ৫০ জন আওয়মীলীগ নেতার নামে কার্ড সচল রয়েছে। মজিরন বেগম নামে অপর একজন বিধবা জানান,তার স্বামী নেই। একমাত্র ছেলে অসুস্থ। অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। কিন্তু তাকে কার্ড দেওয়া হয়নি। অথচ তার প্রতিবেশি অলিম উদ্দীন নামে এক ব্যক্তির ২ ছেলে নজরুল ইসলাম(৪১৯) , আলা উদ্দীন(৪২৭) ও স্ত্রী ফাতেমা বেগম(৪৩০) নামে একই বাড়িতে ৩টি কার্ড দেওয়া হয়েছে। তাদের পাকাবাড়ি রয়েছে। অথচ তাদের কার্ড বাতিল করা হয়নি। একই অবস্থা ঠাকুরগাঁও সদর উপজেলার ২১ টি ইউনিয়নের।
এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়মের কারণে চেয়ারম্যানদের কার্ড সংশোধনের সুযোগ দেয়া হয়েছিল। সেই অনুযায়ী উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ২ হাজার ১৯৪টি কার্ড ফেরত দিয়েছেন। এরপরও বিত্তবানদের নাম থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি