সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমকে জড়িয়ে আদালতে যে চার্জশিট দেওয়া হয়েছে তা সুধাসদন বা গণভবনে লেখা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত ‘রক্তাক্ত ২৮শে অক্টোবর এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশানে দুর্বৃত্তের হামলায় নিহত হন ইতালির নাগরিক তাভেল্লা সিজার। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি নেতা এম এ কাউয়ুমের নির্দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা করা হয়। কিন্তু র্যাবের পক্ষ থেকে দাবি করা হয় তাভেল্লা হত্যাকাণ্ডে নব্য জেএমবি জড়িত।
পুলিশ-র্যাবের দুই ধরনের দাবির মধ্যেই গত মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
রিজভী বলেন, ‘স্বাধীনতার পরে দেশে যে রকম এক দলীয় বাকশাল কায়েম করা হয়েছিল, এই অনির্বাচিত সরকার সেই বাকশালেরই নতুন ডাইমেনশনে দেশ চালাচ্ছে। স্বাধীনতার পর যেমন গণমাধ্যমকে গলা টিপে ধরা হয়েছিল এখনও সেই অবস্থা চলছে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে আসা এই সরকারের জনগণের উপর দুঃশাসন চালাচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে কেউ যেন উঁচু গলায় কোনো আওয়াজ করতে না পারে সেজন্য জনগণের মতপ্রকাশের স্বাধীনতা পুরোপুরি প্রশ্নবিদ্ধ করেছে। তারা সমালোচনা সহ্য করতে না পেরে মিডিয়া নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে। আর এসব কাজ পরিচালনা করা হচ্ছে প্রধানমন্ত্রীর বিশ্বস্থ দুটি সংস্থা র্যাব এবং পুলিশকে দিয়ে।’
আইনশৃঙ্খলা বাহিনীকে মানুষ হত্যা করার লাইসেন্স দেয়া হয়েছে এমন মন্তব্য করে রিজভী বলেন,‘প্রধানমন্ত্রীকে বলবো লাশ ছাড়া এ দেশের মানুষকে একটি ফুলও উপহার দিতে পারেননি।’
নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘কাজী রকিবুদ্দিনের নির্বাচন কমিশন যে দালালি করেছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।’
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, আমিনুল ইসলাম প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি