দেশের বিদ্যমান সমস্যা সমাধানে আলোচনার-বিকল্প নেই : ফখরুল

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

দেশের বিদ্যমান সমস্যা সমাধানে আলোচনার-বিকল্প নেই : ফখরুল

নিউ সিলেট ডেস্ক:::   দেশের চলমান সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বৃহস্পতিবার বিকেলে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠার মাত্র ২৭ দিনের মাথায় জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠাতা করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের বিদ্যমান সমস্যা সমাধানে সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে একটি সঠিক পথ বের করতে হবে। কিন্তু দুঃখের বিষয় আওয়ামী লীগ বরাবরই বলে আসছে, আলোচনার সুযোগ নেই। ৫ জানুয়ারী নির্বাচনের আগেও একই কথা বলেছিল, আলোচনার সুযোগ নেই।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণতন্ত্র উদ্ধারের শপথ নিয়েছি। যুবদল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আন্দোলন, সংগ্রামে ও রাজনৈতিক অঙ্গনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমি প্রত্যাশা করি এ দলটি সুসংগঠিত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যালব্যাট ডি কস্তা, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।



This post has been seen 398 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১