বিদেশি ক্রিকেটারদের জন্য পাকিস্তান নিরাপদ নয় ”শোয়েব আকতার”

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬

বিদেশি ক্রিকেটারদের জন্য পাকিস্তান নিরাপদ নয় ”শোয়েব আকতার”

নিউ সিলেট ডেস্ক:::   দীর্ঘ আটটি বছর ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না পাকিস্তান। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরাতে অনেক দৌড়ঝাঁপ দিয়েও কাজ হয়নি পাক বোর্ডের। শেষমেশ পিএসএলের দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচটি পাকিস্তানে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
কিন্ত এনিয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক তারকা পেসার শোয়েব আকতার। তিনি মনে করছেন, বিদেশি ক্রিকেটারদের জন্য পাকিস্তান এখনও নিরাপদ নয়। জিয়ো নিউজকে শোয়েব বলেন, ‘আমার বিশ্বাস পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। কিন্ত এ জন্য আরও সময় লাগবে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিদেশিদের আমন্ত্রণ জানানো ঠিক হবে না। কারণ ঝুঁকি নিয়ে ম্যাচ আয়োজন করা ঠিক হবে না।’
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কুয়েটার পুলিশ ট্রেনিং সেন্টারে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ৬২ জন পুলিশ ক্যাডেট ও দুজন সেনা সদস্য মারা যায়।



This post has been seen 641 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১