পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতার ফসলঃ ওবায়দুল কাদের

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতার ফসলঃ ওবায়দুল কাদের

নিউ সিলেট ডেস্ক:::  পদ্মা সেতুর কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৩৯ শতাংশ। পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা, এখন আর স্বপ্ন নয়। পদ্মা সেতুর সঙ্গে বিশ্বে আমাদের জাতির সম্মান জড়িয়ে আছে। এই সেতুকে আমরা অতি গুরুত্ব দিয়ে নীরবে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি।’
আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় পদ্মা সেতু সার্ভিস এরিয়ার সভাকক্ষে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতার সোনালি ফসল। এই পদ্মা সেতুর সঙ্গে স্থানীয়দের অনেক ত্যাগ জড়িয়ে আছে। পদ্মা সেতুর ইতিহাসে স্থানীয়দের ত্যাগ সব সময় মিশে থাকবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে গিয়ে বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। দৃশ্যমান হতে শুরু করেছে সেতুর মূল অবকাঠামো।’
মন্ত্রী বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে সেতুর মুল পিলারের উপরে স্প্যান স্থাপন করা শুরু হবে।’
পদ্মা সেতু প্রকল্প এলাকায় কর্মরত কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় সেতু বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



This post has been seen 363 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১