জনগণ চায় ভোটা‌ধিকা‌রের মাধ্যমে সরকার : নজরুল ইসলাম খান

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

জনগণ চায় ভোটা‌ধিকা‌রের মাধ্যমে সরকার : নজরুল ইসলাম খান

নিউ সিলেট ডেস্ক:::   ভোট দিতে না পারলে দেশের জনগণ ক্ষেপে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রাজধানীর সেগুন বা‌গিচায় ঢাকা রি‌পোর্টার্স ইউনিটির সাগর-রু‌নি মিলনায়ত‌নে শুক্রবার দুপুরে ‘স্বাধীন ও নির‌পেক্ষ নির্বাচন ক‌মিশন গঠ‌নে জনগ‌ণের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বাংলা‌দেশ ইসলা‌মিক পা‌র্টি এ আলোচনা সভায় আয়োজন করে।
নজরুল ইসলাম বলেন, ‘দেশের অর্পিত দায়িত্ব পালনে সরকার আরেকবার ব্যর্থ হ‌লে জনগণ জে‌গে উঠ‌বে। কারণ দেশের জনগণ চায় ভোটা‌ধিকা‌রের মাধ্যমে সরকার। ভোট দি‌তে না পার‌লে জনগণ ক্ষেপ‌বেই।’
আইন ও সং‌বিধা‌নের প্রতি শ্রদ্ধাশীল ও সবার কা‌ছে গ্রহণযোগ্য এমন ব্যক্তি‌দের নির্বাচন ক‌মিশ‌নে নি‌য়োগ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা ব‌লি না যে, নির্বাচন ক‌মিশ‌নে আমা‌দের পছ‌ন্দের লোক নি‌য়োগ দি‌তে হ‌বে। কমিশনে কোনো রাজনৈতিক দলের কেউ থাকবে না। যা‌দের নি‌য়োগ দেওয়া হ‌বে তারা কেবল নির্বাচন ক‌মিশ‌নের লোক হ‌বে। তা‌দের হ‌তে হ‌বে সৎ ও সাহসী। তারা সুষ্ঠু নির্বাচন কর‌তে পার‌বে।’
সার্চ কমিটি প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘সার্চ ক‌মি‌টি এমন লোক নি‌য়োগ দি‌য়ে‌ছিল তারা সরকা‌রের কাজ ছাড়া কিছুই ক‌রে না। এ রকম লোক জনগণের ভোটা‌ধিকার রক্ষা কর‌তে পার‌বে না। এ রকম নির্বাচন ক‌মিশন জনগণ চায় না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমালোচনা করে তিনি বলেন, ‘কা‌দের সা‌হেব যে বক্তব্য দি‌য়ে‌ছেন, এ রকম কথা আমরা পূর্বেও শু‌নে‌ছি। তা‌দের পক্ষ থে‌কেও আমরা আলোচনার প্রস্তাব পে‌য়ে‌ছি। আমরা আলোচনায় ব‌সি নাই। ত‌বে আওয়ামী লীগ মু‌খে যাই বলুক অন্ত‌রে তারা বিশ্বাস ক‌রে বিএন‌পি বি‌রোধী দল। তাই ভাব-ভ‌ঙ্গি দে‌খি‌য়ে লাভ নাই। রাষ্ট্র কি আপনা‌দের? রাষ্ট্র জনগণের। তাই জনগ‌ণের অধিকার ফি‌রি‌য়ে দিন।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন—লেবার পা‌র্টির চেয়ারম্যান মোস্তা‌ফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাড‌ভো‌কেট আজাহারুল ইসলাম, বাংলা‌দেশ ন্যা‌পের মহাস‌চিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।



This post has been seen 403 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১