অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন এলজিআরডি মন্ত্রীর

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন এলজিআরডি মন্ত্রীর

নিউ সিলেট ডেস্ক:::   ছাত্রদের অনৈতিকতা থেকে মুক্ত রাখতে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ছাত্র সংসদের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে ছাত্রনেতৃৃত্ব বেরিয়ে আসবে। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দিয়েছেন তিনি।
শুক্রবার সকালে ফরিদপুরে স্থানীয় ছাত্রলীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তাগিদ দেন মন্ত্রী।
ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় নেতা তৈরি হচ্ছে না মন্তব্য করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘ছাত্ররা বিভিন্ন আসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন চালু থাকলে ছাত্ররা পড়াশোনার পাশাপাশি গণতন্ত্রের চর্চায় মনোযোগী হতো, তাতে করে তারা অনৈতিক কাজ থেকে বিরত থাকত।’
মন্ত্রী বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, অনতিবিলম্বে প্রতিটি কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ব্যবস্থা করুন। তা না হলে ভবিষ্যতে দেশ নেতার সংকটে পড়বে।’
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার জামিল হাসান, রাজেন্দ্র কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোশারফ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, নাজমুল ইসলাম খন্দকার লেভি, এ এইচ এম ফোয়াদ, বরকত ইবনে সালাম, আ. রাজ্জাক, শামচুল আলম চৌধুরী, আক্কাস হোসেন, আসিবুর রহমান ফারহান, ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।



This post has been seen 375 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১