পুলিশ-র‌্যাব ছাড়া ঘর থেকে বের হতেও পারবেন নাঃ শামসুজ্জামান দুদু

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

পুলিশ-র‌্যাব ছাড়া ঘর থেকে বের হতেও পারবেন নাঃ শামসুজ্জামান দুদু

নিউ সিলেট ডেস্ক:::  বিএনপি আপাতত চুপচাপ থাকলেও নভেম্বরেই আন্দোলনে নামার আভাস দিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘আগামী মাসে দেখিয়ে দেবো বিএনপি আছে না কি নাই।
শুক্রবার সকালে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু ও হাবিব উন-নবী-খান সোহেলের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন দুদু।
আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পদক ওবায়দুল কাদেরও বৃহস্পতিবার বলেছেন, ‘বিএনপি একটি হতাশ ও বিপর্যস্ত দল। কেবল ঘরে বসে বসে তারা প্রেসব্রিফিং করে। তারা কী ভাবলো না ভাবলো তাতে কিছু যায় আসে না। তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তবব্যের জবাবে দুদু বলেন, ‘পুলিশ-র‌্যাব ছাড়া আসেন দেখা যাক কাদের অবস্থা কি? পুলিশ-র‌্যাব ছাড়া ঘর থেকে বের হতেও পারবেন না।’
দুদু বলেন, ‘আপনারা শেখ মুজিবুর রহমানের ছবি বুকে নিয়ে নামুন। আমরা বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে নামি। দেখা যাক কাদের জনসমর্থন বেশি।’
বিএনপি নেতা কর্মীদের প্রতি সরকার নির্যাতন করছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘হাজার হাজার বিএনপি নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে। সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে মাঠে নামুন, সুষ্ঠু নির্বাচন দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন।’ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ সারাদেশে ১০টি আসনও পাবে না বলে দাবি করেন দুদু।
শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মনববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, ফরিদ উদ্দিন প্রমুখ



This post has been seen 359 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১