র‌্যাব ও পুলিশের মধ্যে মতবিরোধ থাকলেও দ্বন্দ্ব নেই ” আইজিপি

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

র‌্যাব ও পুলিশের মধ্যে মতবিরোধ থাকলেও দ্বন্দ্ব নেই ” আইজিপি

নিউ সিরেট ডেস্ক:::   আইনশৃঙ্খলা রক্ষায় দুই বাহিনী র‌্যাব ও পুলিশের মধ্যে মতবিরোধ থাকলেও কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হন। তিনি বলেন, দুই বাহিনীর উদ্দেশ্যই এক। মাঝেমধ্যে কিছু সমস্যা দেখা দিলেও সেটা বড় কিছু নয়। সাম্প্রতিক সময়ে বাহিনীটির মধ্যে বিরোধ ও উত্তেজনার মধ্যে পুলিশ প্রধান এই মন্তব্য করলেন।
সকালে বরিশাল আর আর এফ পুলিশ লাইন্সের নবমির্মিত ব্যারাক ভবন উদ্বোধনের পর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।
চলতি মাসেই পুলিশের কিছু সদস্যের আচরণ নিয়ে আপত্তি তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেজনীর আহমেদ। সাদা পোশাকে অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের পরিচয় পাওয়ার পরও পুলিশ সদস্যরা তাদেরকে গালিগালাজ, এমনকি অস্ত্র দেখানোর ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয় ওই চিঠিতে। এ নিয়ে ব্যবস্থা না নিলে দুই বাহিনীর মধ্যে অনাকাক্সিক্ষত পরিস্থিতির উদ্ভব হতে পারে বলেও মন্তব্য করা হয় ওই চিঠিতে।
এই চিঠিটি পাঠানো হয়েছিল অনেকটা গোপনেই। তবে গণমাধ্যমে সেটি প্রকাশ হয়ে যাওয়ার পর দুই বাহিনীর মধ্যে উত্তেজনার বিষয়টি সামনে চলে আসে। তবে গত ২১ অক্টোবর র‌্যাব প্রধানের একটি সংবাদ সম্মেলনের পাঁচ দিনের মাথায় পুলিশ কর্মকর্তা মনিরুলের সংবাদ সম্মেলনে আসা বক্তব্যের পর দুই বাহিনীর মধ্যে মত পার্থক্য আর বিরোধের বিষয়টি স্পষ্ট হয়।
বেনজীর দাবি করেছিলেন, গত ৮ অক্টোবর আশুলিয়ায় তাদের জঙ্গিবিরোধী অভিযানে নিহত সারোয়ার জাহান নব্য জেএমবির প্রধান। কিন্ত ঢাকা মহানগর পুলিশের জঙ্গি বিরোধী বিশেষ শাখা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, সারোয়ার জাহান এই জঙ্গি গোষ্ঠীর তৃতীয় সারির নেতা। পুলিশ এর আগে জানিয়েছিল, গত ২৮ আগস্ট নারায়ণগঞ্জের পাইক পাড়ায় নিহত তামিম চৌধুরীই এই জঙ্গিদের প্রধান।
মনিরুল তার সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের সমালোচনা করেও বক্তব্য রাখেন। বেনজীর দাবি করেছিলেন, গত বছর গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যায় জড়িত ছিল নব্য জেএমবি। তবে পুলিশ এই মামলায় প্রতিবেদন দিয়েছে বিএনপি নেতা এম এ কাইয়ুমকে হুকুমের আসামি করে। র‌্যাব প্রধানের দাবির বিষয়ে মনিরুল বলেন, ‘আমার ধারণা যে উনি এটি বলেননি। কারণ, কোনো দায়িত্বশীল ব্যক্তি বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করতে পারেন না।’
দুই বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এমন বক্তব্য নিয়ে গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশ হয়েছে। আইজিপির বরিশাল সফরেও স্বভাবতই এই বিষয়টি নিয়েই তার কাছে জানতে চাওয়া হয়। পুলিশ প্রধান বলেন, ‘র‌্যাব-পুলিশের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব থাকবেই বা কেন, র‌্যাব তো পুলিশেরই একটি ইউনিট। একটি পরিবারের মধ্যে যেমন আপন ভাইদের মধ্যে মতবিরোধ হয়। তেমনি আমাদের মধ্যেই তেমন কিছুই হয়েছে।’
আইজিপি বলেন, ‘র‌্যাব একটি এলিট ফোর্স। সেটা আমাদের একটি ইউনিট। আমরা পারিবারিক ভাবেই কাজ করছি। আমাদের এখন একটিই কাজ, সেটা হল, সন্ত্রাস দমন। আর র‌্যাব এবং পুলিশ কখনোই আলাদা নয়। আমরা একই পরিবারের সদস্য।’
শহীদুল হক বলেন, ‘দেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ রোধে আমরা একসাথে কাজ করছি। এতে মতবিরোধ থাকলেও আমরা এক, আমাদের উদ্দেশ্যে এক।’
এর আগে নবনির্মিত ব্যারাক ভবন উদ্বোধনের পর মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজ আকরাম হোসেন, বরিশাল মহানগর পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন, বরিশালের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান প্রমুখ ।



This post has been seen 403 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১