পদ্মা নদীর নাব্যতা সংকট শিগগির সমাদান করা হবে “ শাজাহান খান

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

পদ্মা নদীর নাব্যতা সংকট শিগগির সমাদান করা হবে “ শাজাহান খান

নিউ সিলেট ডেস্ক:::   কাওড়াকান্দি ফেরিঘাটটি শিগগির স্থানাস্তর করা হচ্ছে কাঁঠালবাড়ি ফেরিঘাটে। এতে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-পথের ১৩ কিলোমিটারের দুরুত্ব কবে যাবে ৬ কিলোমিটার। ফলে ৪০ মিনিটেই পদ্মা নদী পাড়ি দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকালে মাদারীপুরে লেকেরপাড়ে আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে ঠোঁট কাটা, তালু কাটা রোগীদের আন্তর্জাতিক মানের ৬ দিনব্যাপী ফ্রি চিকিৎসা শিবির উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলেন।
নৌপরবিহন মন্ত্রী বলেন, কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে প্রতিনিয়ত ড্রেজার দিয়ে বালু  হচ্ছে। এ ছাড়া যেখানে নাব্য সংকটে ফেরি আটকে যাচ্ছে, সেই চরটিকেও শিগগির কেটে ফেলা হবে।
ওবায়দুর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণচীনের দুতাবাসের রাষ্ট্রদূত মা মিং কুইং ও ট্রেড অ্যাটাচে ইয়াং চুন জিং, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন। এ ছাড়া দেশি-বিদেশি ৩১ সদস্য দলের বিশেষ মেডিকেল টিম উপস্থিত ছিলেন



This post has been seen 370 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১