জনসচেতনতা ও মানবাধিকার সম্পর্কে প্রচারণা গ্রামেও চালাতে হবে “ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

জনসচেতনতা ও মানবাধিকার সম্পর্কে প্রচারণা গ্রামেও চালাতে হবে “ শিল্পমন্ত্রী

নিউ সিলেট ডেস্ক:::   বরিশালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শহরে মানবাধিকারের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ালে চলবে না। জনসচেতনতা ও মানবাধিকার সম্পর্কে প্রচারণা গ্রাম পর্যায়েও ব্যাপকভাবে চালাতে হবে। কারণ শহর থেকে গ্রামে মানবাধিকার লঙ্ঘন বেশি করা হয়।শুক্রবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল আঞ্চলিক সম্মেলন উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার হলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষার জন্য তৃণমূলে জোড়ালোভাবে কাজ করতে হবে। অন্যায়-অবিচার এবং ব্যাভিচার যারা করে তাদের সামাজিকভাবে বয়কট এবং তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে মানবাধিকার সম্পর্কে জনসাধারণকে ভালো ধারণা দিতে কাজ করতে হবে মানবাধিকার সংগঠনগুলোর।
মতবিনিময় সভার আগে আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিদার।
পরে মতবিনিময় সভায় মানবাধিকার কমিশন বরিশাল বিভাগীয় গভর্নর এবং বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন- বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এস এম রেজাউল করিম প্রমুখ।



This post has been seen 444 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১