সুন্দরবন রক্ষায় রামপালে ৫ লাখ গাছ লাগাবে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

সুন্দরবন রক্ষায় রামপালে ৫ লাখ গাছ লাগাবে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউ সিলেট ডেস্ক :: সুন্দরবন রক্ষায় রামপালে ৫ লাখ গাছ লাগাবে সরকার। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন পারদর্শী। দেশের কোনো মানুষকে না খেয়ে মরতে দেব না। ১৫৬টি আশ্রয় কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

তিনি বলেন, এ বছর বন্যা নেমে যাবার সঙ্গে সঙ্গে আমরা কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছি। রোগ মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপন করেছি।

এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের উপকূলীয় জেলাগুলোর জন্য ১৫৩টি আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আজ আন্তর্জাতিক পর্যায়ে মডেল। তবে আমরা যদি আরও সচেতন ও সজাগ থাকি তাহলে দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলা সম্ভব।

তিনি বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে অনেক সময় দেখা যায় দুর্যোগের পূর্বাভাস দিয়ে উপদ্রুত এলাকার লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়। তাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে মাইকিং করা হয়।

এমনকি তাদের সরিয়ে নেয়ার জন্য প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্যদের কাজে লাগানো হয়। কিন্তু তারা যেতে চান না। তাদের জোর করে ধরে নিয়ে যেতে হয়। এতে ক্ষয়ক্ষতির সঙ্গে প্রাণহানির আশংকা বেড়ে যায় বা প্রাণহানির সংখ্যা বাড়ে।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক শেল্টার সেন্টারের সঙ্গে একটি করে স্টোর রুম থাকবে। যাতে করে অফিস-আদালতের কাগজপত্র সংরক্ষণ করা যায়। এছাড়া গবাদি পশুর জন্য আলাদা ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের ভৌগলিক অবস্থানের কারণে বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলা করেই এদেশের মানুষকে টিকে থাকতে হয়। কখনো কখনো মানুষের সৃষ্টি করা দুর্যোগও মোকাবেলা করতে হয়।



This post has been seen 1686 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১