সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর গায়েবানা জানাজায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগ এনে মামলা করায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ঘরছাড়া করার হুমকি দিয়েছেন স্থানীয় এক জামায়াত নেতা। ইউনিয়ন চেয়ারম্যানের উস্তানিকে জামায়াত নেতা এই হুমকির সাহস পেয়েছেন বলে অভিযোগ ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোজাম্মেল হক হুমায়ূন এ অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন।
মোজাম্মেল হক জানান, গত ৫ সেপ্টেম্বর কুমিল্লার দেবিদ্বারে জামায়াতের আয়োজনে মীর কাসেম আলীর গায়েবানা জানাজায় বঙ্গবন্ধু শেখ মুজিবের ধর্মপালন নিয়ে কটূক্তি করেন জামায়াতের রোকন মুজিবুর রহমান মুন্সি। এছাড়া প্রধানমন্ত্রীর ধর্মীয় ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু অপমানজনক কথা বলেন তিনি।
এর প্রতিবাদে মানববন্ধন, আলোচনা সভা, বিক্ষোভ মিছিল, সাংবাদিক সম্মেলন করেছেন এলাকাবাসী। গত ২৬ সেপ্টেম্বর কুমিল্লা কোর্টে জামায়াত নেতা মুজিবুর রহমান মুন্সিসহ ২২ জনকে আসামি করে মামলা করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম। তবে তাকে মামলায় সহযোগিতা করেন মোজাম্মেল হক।
মোজাম্মেল বলেন, ‘মামলা করার পর থেকেই জামায়াত শিবিরের লোকজন আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বিভিন্ন মাধ্যমে খবর পাঠায় আমাদের হাত পা ভেঙে এলাকাছাড়া করা হবে।’ বঙ্গবন্ধুকে কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নিশ্চিতের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে জামায়াত নেতা মুজিবুর রহমান মুন্সির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
জামায়াত নেতাকে ইন্ধনের অভিযোগ যার বিরুদ্ধে সেই ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি শুনেছি গায়েবানা জানাজায় বঙ্গবন্ধুকে কটূক্তি করা হয়েছে। এ কারণে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তারও করেছে, এখন সে জামিনে আছে।’
চেয়ারম্যান দাবি করেন, ওই মামলায় টাকা খাওয়ার জন্য আওয়ামী লীগের ছয় সাতজনকে জড়ানো হয়েছে। মোজাম্মেল স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নন বলেও দাবি করেন চেয়ারম্যান।
এ বিষয়ে কথা হয় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জিএস মান্নানের সঙ্গে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি হয়েছে শুনেছি। এর জন্য অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, মামলাও হয়েছে। এখন এই বিষয়টি নিয়ে তারা দুইজন ব্যক্তিগত আক্রোশে জড়িয়ে পড়েছেন। ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি আর মোজাম্মেলও আমাদের নিবেদিত স্বেচ্ছাসেবক লীগ নেতা। নিজেদের ভেতরে দ্বন্দ্ব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ নিজেদের ভেতরে দ্বন্দ্বে জড়ালে বিএনপি-জামায়াত সুযোগ নেবে বলেও মনে করেন তিনি।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোর্শেদ পারভেজ তালুকদারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে কটূক্তি করার দায়ে আদালতে একটি মামলা হয়েছিল। সেই মামলার তদন্তের ভার দেয়া হয়েছিল আমাদের থানার ওপর। আমরা তাকে গ্রেপ্তারও করেছিলাম। কিন্ত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় অন্য মামলায় তাকে গ্রেপ্তার দেখাই। এরপর তিনি জামিনে বেরিয়ে আসেন।’
মোজাম্মেল হককে হুমকি দেয়া হয়েছে এমন কোনো অভিযোগ পাননি বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি