কূটনীতিক বহিষ্কার পাকিস্তান-ভারতের

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

কূটনীতিক বহিষ্কার পাকিস্তান-ভারতের

নিউ সিলেট ডেস্ক:::  সাম্প্রতিক যুদ্ধাবস্থার অবসান হলেও এবার কূটনীতিক বহিষ্কার করে উত্তেজনা জিইয়ে রাখছে চির বৈরী সম্পর্কের দেশ ভারত-পাকিস্তান।
পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা মেহমুদ আকতার গুপ্তচরবৃত্তি করছে এমন অভিযোগ তুলে তাকে দেশে ফেরত পাঠায় ভারত। জবাবে ভারতীয় একজন কূটনীতিককে বহিষ্কার করেছে পাকিস্তান।
ইসলামাবাদের এক বিবৃতিতে বলা হয়, সুরজিৎ সিং নামের ওই কর্মকর্তা ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছেন।
এর আগে দিল্লীর পুলিশ মেহমুদ আকতারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
কূটনৈতিক দায়মুক্তি থাকায় তাকে ছেড়ে দিলেও দেশে ফিরে যাবার আদেশ দেওয়া হয়।
ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, পাকিস্তান হাইকমিশনে কাজ করা ঐ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আইনগত ব্যবস্থা না নেওয়ার কূটনৈতিক সুবিধা পাওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়।
খবরে আরো বলা হয়, ভারতের রাজস্থান প্রদেশ থেকে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ঐ কূটনীতিকের কাছে প্রেরণ করছিল তাঁরা।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে অব্যাহত উত্তেজনার মধ্যেই এই পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটল। সূত্র বিবিসি।



This post has been seen 380 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১