আমাকেই প্রেসিডেন্ট ঘোষণা করা হোক’

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

আমাকেই প্রেসিডেন্ট ঘোষণা করা হোক’

নিউ সিলেট ডেস্ক:::  আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট ঘোষণা করা হোক। বৃহস্পতিবার ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের ভোট ব্যাংক হিসেবে পরিচিত ওহিও অঙ্গরাজ্যের এক নির্বাচনী র‍্যালিতে ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন। খবর সিএনএনের।
ট্রাম্প বলেছেন, এ মুহূর্তে তিনি ভাবছেন, কেনই-বা নির্বাচন হচ্ছে। নির্বাচন বাতিল করে তাকে বিজয়ী ঘোষণা করা হোক।
হিলারির সমালোচনা করে ট্রাম্প বলেছেন, হিলারির নীতি এতটাই খারাপ যে ভোট নেয়ার কোনো কারণ ভেবে পাচ্ছেন না তিনি।
এসব কথা ট্রাম্প মজা করে বললেও শেষ বিতর্কের পর থেকে নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেছেন তিনি। নির্বাচনে ‘কারচুপি’ হতে পারেও বলে আশংকা করছেন ট্রাম্প।
ট্রাম্পের অভিযোগ, মিডিয়া এবং প্রতিষ্ঠিত রাজনীতিবিদরা যোগসাজশ করে তার নির্বাচনী প্রচারণা ধূলিসাৎ করার চেষ্টা করছে। তিনি তার সমর্থকদের সতর্ক করে বলেছেন, ভোট জালিয়াতি করে তার প্রেসেন্ডেসি চুরি করা হতে পারে।



This post has been seen 471 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১