আমি রাজনীতিতে সক্রিয় নই : সোহেল তাজ

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৬

আমি রাজনীতিতে সক্রিয় নই : সোহেল তাজ

নিউ সিলেট ডেস্ক:::  বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানিয়েছেন, আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে তাকে নিয়ে সংবাদপত্রে যেসব খবর বেরিয়েছে এর কোনো ভিত্তি নেই। কোনো সংবাদপত্র তাকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদও প্রচার করেছে বলে অভিযোগ এই নেতার। সোহেল তাজ জানিয়েছেন, তিনি দলে সক্রিয় না। এই কাউন্সিলে তিনি পদ কারও কাছে চাননি এবং এটা আশাও করেন না।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে সোহেল তাজ এসব কথা জানান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আপনাদের মন্তব্য এবং পত্র-পত্রিকার কিছু সংবাদ পড়ে, আর গণমাধ্যমের কিছু সংবাদ দেখে আমার কাছে মনে হয়েছে যে অনেকের ধারণা, বিগত আওয়ামী লীগের সম্মেলনে আমাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। এ বিষয়ে অনেক বিভ্রান্তিকর খবরও প্রকাশিত হয়েছে এবং এটাও প্রচারিত হয়েছে যে আমি দেশে ফিরেছি সম্মেলনের কারণে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এসব ধারণা সঠিক নয়। আমি কোনো পদ কারও কাছে চাইনি এবং আশাও করিনি। কারণ, বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় নই।’
আওয়ামী লীগের সম্মেলনের আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা সোহেল তাজ। তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় গিয়ে তিনি দেখাও করেন। এতে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে দলে আবার সক্রিয় হচ্ছেন সোহেল তাজ। কাউন্সিলে তাকে গুরুত্বপূর্ণ পদ দেয়া হতে পারে বলেও খবর প্রকাশিত হয়। তবে কাউন্সিলে তাকে কোনো পদ দেয়া হয়নি।
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তাজউদ্দীন আহমদ ও জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে সোহেল তাজ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে সোহেল তাজ হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্ত পাঁচ মাসের মাথায় তিনি পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। সেই আসনে পরে সাংসদ নির্বাচিত হন তার বড় বোন সিমিন হোসেন রিমি।



This post has been seen 512 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১