বাসের ধাক্কায় কলেজ ছাত্রের হাত বিচ্ছিন্ন

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

বাসের ধাক্কায় কলেজ ছাত্রের হাত বিচ্ছিন্ন

নিউ সিলেট ডেস্ক:::  আইল্যান্ড ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎ দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে আসে সেই সড়ক বিভাজকে। চাপা পড়েন ওই পথচারী। পরে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। কিন্ত তার আগেই অপূরণীয় ক্ষতি হয়ে যায় ওই পথচারীর। ডান হাতটি চিরতরে হারিয়ে ফেলেছেন তিনি।
শনিবার সকালে পুরান ঢাকার বংশাল থানার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই পথচারীল নাম বাবুল আক্তার। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে বাবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়োটারে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, ওই যুবকের শারীরিক অবস্থা বেশি ভালো না। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকাল আটটার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ফায়ার সার্ভিসের সামনে শুভযাত্রা পরিববহনের নামের একটি বাস আইল্যান্ডের উপরে উঠে যায়। তখন বাবুল হাওলাদার ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পেছন থেকে ওই বাস বাবুলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বাবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসকরা জানান, বাবুলের শরীর থেকে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
বাবুল হাওলাদার গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের সুমন হাওলাদারের ছেলে। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র।



This post has been seen 373 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১