আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত, আজ ঘোষণা

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত, আজ ঘোষণা

নিউ সিলেট ডেস্ক:::   আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করেছে দলটির নীতিনির্ধারকরা। তবে ঘোষণা দেওয়া হবে শনিবার সকালে। গণভবনে সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক শেষে শুক্রবার রাতে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, সম্পাদকমণ্ডলীর দুই থেকে তিনজন, সভাপতিমণ্ডলীর তিনজন এবং উপদেষ্টা পরিষদের চারজন ছাড়া সবার নাম চূড়ান্ত করা হয়েছে।
শনিবার তা প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এবার কমিটিতে বেশ কিছু নতুন মুখ আসছে। তৃণমূল থেকে অনেকে এসেছে। নতুন কিছু মুখ, যারা লাইম লাইটে ছিল না।’
শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকে বাকি সম্পাদক মণ্ডলী ও সদস্যদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর মোট সদস্য ১৯ জন। এর মধ্যে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পদাধিকারবলে সভাপতিমণ্ডলীর সদস্য। বাকি ১৭ জন সদস্যের মধ্যে ২৩ অক্টোবর জাতীয় কাউন্সিলে ১৪ জনকে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। এখন পর্যন্ত সভাপতিমণ্ডলীর তিনটি পদ খালি আছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, একটি প্রতিষ্ঠান। দলের দায়িত্ব হচ্ছে জনগণের সুবিধা-অসুবিধা সরকারের কাছে পৌঁছে দেওয়া। সরকারকে মানুষের সমস্যার কথা জানানো।’
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এখন আমাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি। বিশ্ব দরবারে বাংলাদেশ এবং এ দেশের মানুষ যেন আবারও মাথা উঁচু করে চলতে পারে—এটাই আমরা চাই।’
দলীয় সম্মেলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি অত্যন্ত সফল সম্মেলন হয়েছে। এই সম্মেলনে দেশি-বিদেশি অতিথিরা এসেছেন, তারা প্রত্যেকেই আমাদের উন্নয়ন আর্থসামাজিক অবস্থার প্রশংসা করেছেন।’
২০২১ সালের মধ্যে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান প্রমুখ।



This post has been seen 331 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১