‘আ.লীগ ভিন্ন মোড়কে একদলীয় বাকশালী শাসন চালাচ্ছে “ ফখরুল

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

‘আ.লীগ ভিন্ন মোড়কে একদলীয় বাকশালী শাসন চালাচ্ছে “ ফখরুল

নিউ সিলেট ডেস্ক:::   আওয়ামী লীগ ভিন্ন মোড়কে এখন একদলীয় বাকশালী শাসন কায়েমের পথে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ভাসানী মিলনায়তনে শনিবার দুপুরে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক যৌথসভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার ভিন্ন মতকে কখনোই সহ্য করতে পারে না। তাই ভিন্ন মোড়কে এখন একদলীয় বাকশালী শাসন চালাচ্ছে এবং বিরোধী দলকে দমন করে সেই পথেই এগোচ্ছে।’
তিনি বলেন, এই সরকার সভা সমাবেশের জায়গাগুলো সঙ্কুচিত করে ফেলেছে। আমরা যখনই কোনো সভা-সমাবেশের আয়োজন করতে চাই, সরকার তখনই বিধি-নিষেধ আরোপ করে। আগে পল্টন ময়দানে, মুক্তাঙ্গনে সভা করা যেত, এখন সেগুলো বন্ধ করে দিয়েছে। তারপর আইন করে দিয়েছে যে সভা করতে হলে পুলিশের অনুমতি লাগবে।
বিএনপি মহাসচিব ৭ নভেম্বরের প্রসঙ্গে বলেন, ৭ নভেম্বরও আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ দিবস। সেই দিনই বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি রচিত হয়েছিল। এই দিনটিকে যথাযথভাবে পালনের লক্ষ্যে ঢাকা মহানগর বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে। এ ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আশা করি তারা অনুমতি দিবেন।
ঢাকা মহানগর বিএনপির সভাপতি মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুস সালামসহ নেতাকর্মীরা।



This post has been seen 423 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১