আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউ সিলেট ডেস্ক:::  সভাপতিমণ্ডলীর তিনটি এবং সম্পদক মণ্ডলীর চারটি পদ খালি রেখে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। গত শুক্রবার রাতেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে নামগুলো চূড়ান্ত হয়। পরদিন দুপুরের পর নামসহ বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমতাসীন দল।
এই কমিটির সভাপতিমণ্ডলীর তিনটি পদ ফাঁকা রেখে জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনই ১৬ নাম ঘোষণা করেছিলেন সভাপতি শেখ হাসিনা। ওই সম্মেলনেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ৭৩ থেকে বাড়িয়ে ৮১ করা হয়।
জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন সভাপতিমণ্ডলী ছাড়াও বেশ কিছু নাম ঘোষণা করেন শেখ হাসিনা। পরদিন দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ঘোষণা করেন বেশ কিছু নাম।
আর শুক্রবার রাতে চূড়ান্ত হয় সভাপতিমণ্ডলীর তিন পদ এবং উপ দপ্তর সম্পাদক, যুব ও ক্রীড়া বিষয়ক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদ ছাড়া বাকি নাম।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আশা করি এই কমিটির সকল কর্মকর্তা ও সদস্য নিষ্ঠার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালন এবং সকলের সমবেত প্রচেষ্টায় আওয়ামী লীগকে আরও সুদৃঢ় এবং শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত সমৃদ্ধ, আধুনিক রাষ্ট্র এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করা এবং তাদেরকে সংগঠিত করতে এই কমিটি যথাযোগ্য ভূমিকা পান করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’



This post has been seen 522 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১