সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: মাদকদ্রব্য পাচার ও এর অবৈধ ব্যবহারে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল শনিবার শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত ‘হাই লেভেল মিটিং অব ইনটেরিয়র মিনিস্টারস্ অব দ্য ইন্ডিয়ান ওশ্যান রিজিওন টু কাউন্টার ড্রাগস ট্রাফেকিং’ অনুষ্ঠানে এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশে মাদকদ্রব্য উৎপন্ন না হলেও পার্শ্ববর্তী দেশ থেকে মাদক পাচারের ফলে বাংলাদেশের মানুষ মাদকের ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে।
পার্শ্ববর্তী দেশ মায়ানমারে তৈরি ইয়াবার ভয়াবহতা এবং চট্টগ্রাম রুট হয়ে বাংলাদেশে পাচারের কথা উল্লেখ করে মায়ানমার সরকারের প্রতি মায়ানমারের অভ্যন্তরে অবৈধ ইয়াবা উৎপাদন কারখানা বন্ধে সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী আরো বলেন, আমাদের সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ইউএন কনভেনশন, সার্ক ও বিমসটেক কনভেনশনের নীতি অনুযায়ী প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও এর অবৈধ ব্যবহার রোধে সরকার কাজ করে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের পাচার ও এর অবৈধ ব্যবহার রোধে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আবু মুজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান ও মাননীয় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি