পাতানো নির্বাচন করতে চাইলে এখনই বলেদিন : মির্জা আব্বাস

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

পাতানো নির্বাচন করতে চাইলে এখনই বলেদিন  : মির্জা আব্বাস

নিউ সিলেট ডেস্ক:::   সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘পাতানো নির্বাচন করতে চাইলে এখনই বলে দেন, আমরা এসেছি, বসেছি তাহলে বাকিটা পরে দেখা যাবে।’
রাজধানীর ভাসানী মিলনায়তনে শনিবার দুপুরে ঢাকা মহানগর বিএনপির যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ইতোমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি চেয়েছে, আশাকরি অনুমতি পাব। ৭ নভেম্বর জনসভা হবে বিএনপির স্মরণকালের সেরা জনসভা।’
অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি সরকার বিএনপিকে অনুমতি না দিলেও একই স্থানে আওয়ামীলীগ তাদের সম্মেলন করেছে। যদিও আওয়ামী লীগ তাদের সম্মেলন উপলক্ষে সারা বাংলাদেশকে অন্ধকারের নিমজ্জিত করে ঢাকা শহর আলোকিত করেছে। তবে কেউ কেউ বলেছে এটা আওয়ামী লীগের নয়, এটা পুলিশের সম্মেলন।’
স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে। বেশি দিন অধিকার বঞ্চিত করে রাখা যাবে না। কারণ জনগণ তাদের অধিকার আদায় করবেই।’
বিএনপি এখানো হাজার গুণ সুসংগঠিত আছে দাবি করে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘শুধুমাত্র আইন শৃঙ্খলাবাহিনীর নির্যাতন বন্ধ করে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেন, তাহলেই দেখবেন বিএনপি কতটা সুসংগঠিত আছে।’



This post has been seen 494 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১