নতুন ইসি গঠনের প্রক্রিয়া এখন থেকেই শুরু হওয়া উচিত “শামসুল হুদা

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

নতুন ইসি গঠনের প্রক্রিয়া এখন থেকেই শুরু হওয়া উচিত “শামসুল হুদা

নিউ সিলেট ডেস্ক:::   সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। শনিবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি নির্বাচন কমিশন পুনর্গঠনের উপর গুরুত্বারোপ করেন।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ পুরো হতে আর মাত্র চার মাস বাকি।
শামসুল হুদা বলেন, সব রাজনৈতিক দলের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করা উচিত।
তিনি বলেন, ‘অতীতে কখনো সমস্ত রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়নি। বিশেষ করে বিরোধী দলের সঙ্গে কোনো পরামর্শ করা হয় না। তার ফলে যে কমিশন গঠন করা হয়, শুরু থেকেই তা একটা বৈরিতার মুখে পড়ে।’
তিনি বলেন, ‘‘এর ফলে যে দলই নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হয়, তারাই বলে যে ‘কমিশন ঠিকমত কাজ করেনি, এরা বৈধ কমিশন নয়’ -ইত্যাদি নানা নেতিবাচক কথাবার্তা হয়।’’
‘সেটা যেন না হয়, তাই উচিত হবে সবগুলি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে, তাদের সম্মতি নিয়ে – এই প্যানেলটা তৈরি করা।’
‘তারপর এই প্যানেল থেকে রাষ্ট্রপতি কমিশনারদের বাছাই করে নিতে পারেন। সব রাজনৈতিক দলেরই যেহেতু এতে অংশগ্রহণ থাকবে – তাই এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে’— বলেন সাবেক সিইসি।
তিনি বলেন, ‘বাংলাদেশে যে পদ্ধতি তাতে সব নির্বাচন কমিশনারই একসঙ্গে নিয়োগ পান এবং এক সঙ্গে অবসরে যান। তাদের মেয়াদ ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে। যদি সুষ্ঠুভাবে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হয়, বা আমরা এটা যেভাবে হওয়া উচিত বলে বলছি – তা সময়সাপেক্ষ হবে।’
শামসুল হুদা বলেন, ‘যেবার আমরা চলে গেলাম – তার পরের কমিশন গঠন করার সময় যে সার্চ কমিটি করা হয়েছে তা অত্যন্ত দ্রুততার সাথে হয়েছে।’
তিনি বলেন, সার্চ কমিটি যাদের নাম তুলে আনবেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক যেন সঠিক ভাবে হয় – এটা নিশ্চিত করাই তাদের প্রধান কাজ বলে তিনি মনে করেন।
‘তারা কী ধরনের লোক, তাদের কোনো রাজনৈতিক এ্যাফিলিয়েশন (সংশ্লিষ্টতা) ছিল কিনা , তাদের পূর্বতন চাকরিতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কিনা – এগুলো দেখে লোক নির্বাচন করা উচিত। এবং এটা করতে গেলে আপনাকে সময় দিতে হবে’ – বলেন মি. হুদা।
তিনি আরো বলেন, যদি সততা এবং নিরপেক্ষতা সম্পন্ন লোক আনতে হয় – তাহলে তাদের ব্যাকগ্রাউন্ডটা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমেও জানা যেতে পারে। তবে সে জন্যও সময় দরকার।
‘সে জন্যই আমরা বলছি যে এ প্রক্রিয়া এখন থেকেই শুরু হওয়া উচিত, যাতে তারা যথেষ্ট সময় পান। গতবার এ সময়টা পাওয়া যায়নি।’



This post has been seen 415 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১