বাঙালি সংগঠনের ডাকে খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

বাঙালি সংগঠনের ডাকে খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ

নিউ সিলেট ডেস্ক:::   পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে ৫টি বাঙালি সংগঠনের ডাকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে।
অবরোধের সমর্থনে রোববার ভোর থেকে মাঠে নেমেছে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের নেতাকর্মীরা।
অবরোধের কারণে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সঙ্গে দূরপাল্লার সড়ক যোগযোগ বন্ধ রয়েছে। তবে শহরে সীমিত আকারে হালকা যান চলাচল করতে দেখা গেছে।
দুটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে ওই সংগঠনের নেতাকর্মী ও সর্মথকরা। তবে যেকোনো নাশকতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে কড়া অবরোধের মধ্যেও রাঙামাটি সার্কিট হাউজে রোববার ভূমি কমিশনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে কমিশন চেয়ারম্যান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আনোয়ারুল হক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙামাটির চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার মবিনুর রশিদ আমিন ও কমিশনের সচিব রেজাউল করিমের উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১ আগস্ট পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দেয়। এরপর থেকে তা বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে হরতাল, বিক্ষোভ-মিছিল মানববন্ধনসহ তীব্র আন্দোলন চালিয়ে আসছে বাঙালিদের পাঁচটি সংগঠন। সংগঠনগুলোর ডাকে চলতি মাসে দুই দফায় ৪৮ ঘণ্টার হরতাল পালিত হয়েছে।



This post has been seen 424 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১