পল্লবীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

পল্লবীতে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

নিউ সিলেট ডেস্ক::: রাজধানীর পল্লবীতে মানিক নামের এক পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শনিবার রাত আড়াইটার সময়ে পল্লবী থানার কালসী মোড়ে মানিককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পল্লবী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন আহত অবস্থায় ভোর পৌনে চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ছয়টার সময় তার মৃত্যু হয়।
নিহত মানিকের বাবার নাম কিতাব আলী। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



This post has been seen 378 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১