সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
নিউ সিলেট ডেস্ক:::: মার্কিন নির্বাচনের খুব কাছাকাছি সময়ে এসে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করার বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছে না ডেমোক্রেটরা। হিলারির প্রচারণা শিবির এফবিআইয়ের এমন সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করেছে।
এক নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটন বলেছেন নির্বাচনের দুই সপ্তাহের কম সময় আগে এফবিআইএর এই ঘোষণা নজিরবিহীন ও গভীর সমস্যাগ্রস্ত।
ফ্লোরিডার নির্বাচনী প্রচারণায় ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, এটা শুধু অদ্ভুত নয় নজিরবিহীনও বটে।
ক্লিনটন আরো বলেছেন, এটা গভীর সমস্যাযুক্ত। কারণ, ভোটাররা সবটুকু জানার অধিকার রাখে। তবে হিলারির বিশ্বাস, নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না।
অপরদিকে, এফবিআইএর পরিচালক বলেছেন নতুন করে এই ইমেইলের বিষয়ে জানানোটা তিনি নৈতিকতা বোধ থেকে করছেন।
তিনি আরো বলেন, আমেরিকার জনগণকে তিনি ভুল পথে পরিচালিত করতে চান না।
যদিও ইতোমধ্যে এফবিআই’র পরিচালক জেমস কমি হিলারির সমর্থকদের দ্বারা তীব্রভাবে সমালোচিত হয়েছেন।
নিউইয়র্ক টাইমস বলছে, দেশটির বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকেও সমালোচনা করা হয়েছে -নির্বাচনের এত কাছে এসে বিষয়টি জনগণের সামনে নিয়ে আসার জন্য।
তবে এফবিআই পরিচালক জেমস কমি বলেছেন, তারা সাধারণভাবে কংগ্রেসকে বিষয়টি সম্পর্কে অবহিত করেনি। আর তিনি আমেরিকার জনগণকে ভুল পথে পরিচালিত করতে চাননা বলে জানান।
এদিকে এই পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছে বিরোধী রিপাবলিকান ট্রাম্প শিবির।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসের ওয়াটারগেট কেলেঙ্কারির পরেই হিলারির ইমেইলের বিষয়টি সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি।
শনিবার কলোরাডোতে এক জনসভায় তিনি বলেন, হিলারির ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করাটা ইচ্ছাকৃত, উদ্দেশ্যপ্রণোদিত।
২০১৫ সালে প্রথম হিলারি ক্লিনটন বিরুদ্ধে অভিযোগটি উঠলেও তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে এফবিআই প্রতিবেদন দেয়। এ কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। তবে হিলারিকে হেয়ালিপনার জন্য ভৎর্সনা করে এফবিআই। সূত্র: বিবিসি বাংলা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি