সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬
নিউ সিলেট ডেস্ক::: সার্চ কমিটি বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে রোববার দুপুরে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে ‘উন্নয়ন ও সমসাময়িক রাজনীতি’ শীর্ষক এক সংলাপে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন (ইসি)পুনর্গঠন করা হবে। এ জন্য বিএনপির সঙ্গে আলোচনার প্রয়োজন নেই।’
পদ্মাসেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে যাওয়া সরে যাওয়া ‘বড় ভুল ছিল’ বলে মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘ইম্পসিবলকে পসিবল করা রাজনীতিকদের একটা সাফল্যের হিসাব। আমি চ্যালেঞ্জকে গ্রহণ করি ও কোনো চ্যালেঞ্জই অনতিক্রমযোগ্য নয়। পদ্মাসেতু নির্মাণে যে চ্যালেঞ্জ সেটা অতিক্রমের পর সাহস অনেক বেড়ে গেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অসীম সাহসে আমরা কলিগরাও অবাক হয়েছি, যে কী করে তিনি নিজস্ব অর্থায়নে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেতু নির্মাণে হাত দিলেন। প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ হচ্ছে।’
আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক বলেন, ‘এ প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে গিয়েছিল, এক-তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর। পরবর্তীতে বিশ্বব্যাংকের আরেক প্রেসিডেন্ট এলেন, তিনি দেখলেন বাংলাদেশের সক্ষমতা, শক্তির উৎস কী? তখন (বিশ্বব্যাংক সরে যাওয়ায়) আমাদের কষ্ট হয়েছিল। কিন্ত বিশ্ব আজ অকপটে স্বীকার করছে পদ্মাসেতু থেকে সরে যাওয়া ছিল বিগ মিসটেক।’
পদ্মাসেতু বিশ্বে এখন আমাদের সম্মানের বিষয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের এই সক্ষমতা বিশ্বের বিস্ময়। আমি মনে করি এটা শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল না। আমাদের কাজের সার্বিক অগ্রগতি ৩৯ শতাংশ। আগামী ২/৩ মাসের মধ্যে স্প্যান বসবে। প্রথম স্প্যানটির অ্যাসেম্বিলিং চলছে, আর একটি অন দ্য ওয়ে। পদ্মাসেতুতে মোট ৪১টি স্প্যান বসবে। অ্যাপ্রোসের কাজ প্রায় শেষ।’
‘আমরা পারি সেটা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন। সেই সামর্থ্য, শক্তি ও সক্ষমতা বাংলাদেশের আছে। আমরা যথা সময়ে সেতু নির্মাণ কাজ শেষ করবো। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে রেল ও সড়ক সেতু নির্মাণ শেষে চালু করবো’ বলেন ওবায়দুল কাদের।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি