কুষ্টিয়ার ভেড়ামারায় ইউএনও লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত আটক

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

কুষ্টিয়ার ভেড়ামারায় ইউএনও লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত আটক

নিউ সিলেট ডেস্ক::::   কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমাকে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সপেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, ইউএনও স্যার অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে রমেন্দ্র নাথকে আটক করা হয়েছে।
এর আগে রোববার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লাঞ্ছিতের ঘটনা ঘটে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা বলেন, জেএসসি পরীক্ষার ডিউটি দেওয়া হয় উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সপেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসকে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে কথা বলতে আসেন অফিসে। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি আমাকে লাঞ্ছিত করেন।
উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী পরিদর্শক রমেন্দ্র নাথ বিশ্বাস লাঞ্ছিতের কথা স্বীকার করে বলেন, আমি ডিউটি বাতিল করার জন্য একাধিকবার অনুরোধ করেছি। অনুরোধ রক্ষা না করায় তাকে স্যান্ডেল দিয়ে ও লাথি মেরেছি। এটা করা আমার ভুল হয়েছে, আমি মাফ চাইছি।
এ নিয়ে দুপুর ১২টার দিকে উপজেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতা, পুলিশ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভা শেষে ভেরামারা মডেল থানা পুলিশ রমেন্দ্র নাথ বিশ্বাসকে আটক করে।



This post has been seen 513 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১