হ্যাটট্রিক করেই জবাব দিলেন”রোনালদো

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

হ্যাটট্রিক করেই জবাব দিলেন”রোনালদো

নিউ সিলেট ডেস্ক:::::   লা লিগার এবারের মৌসুমের শুরুটা ভালো হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। ছয় ম্যাচে করতে পেরেছিলেন মাত্র দুটি গোল। পরিসংখ্যানটা মোটেও রোনালদোসুলভ নয়। কয়েকটি ম্যাচে গোল না পাওয়ায় নাকি খুব রেগে ছিলেন পর্তুগিজ এই তারকা। শনিবার আলাভেজের বিপক্ষে হ্যাটট্রিক করেই এই গোলখরা কাটিয়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। জবাব দিয়েছেন সমালোচনার। রোনালদোর হ্যাটট্রিকে ভর করে রিয়াল পেয়েছে ৪-১ গোলের জয়। ধরে রেখেছে শীর্ষস্থান।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই অবশ্য পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সাত মিনিটের মাথায় রিয়ালের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ডেভারসন। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান রোনালদো। ৩৩ মিনিটে আরেকটি গোল করে রিয়ালকে বসিয়ে দেন চালকের আসনে। হ্যাটট্রিকটা ৭৯ মিনিটের মাথায় করে ফেলতে পারতেন রোনালদো। কিন্তু এবার তাঁর পেনাল্টি ঠেকিয়ে দেন আলাভেজের গোলরক্ষক। হ্যাটট্রিকের দেখা পেতে রোনালদোকে অপেক্ষা করতে হয় ৮৮ মিনিট পর্যন্ত। রিয়াল মাদ্রিদের পক্ষে আরেকটি গোল করেছেন আলভারো মোরাতা।
হ্যাটট্রিক করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইয়েও ফিরে এসেছেন রোনালদো। এখন পর্যন্ত করেছেন পাঁচ গোল। সাতটি করে গোল করে প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি।
আলাভেজের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা



This post has been seen 477 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১