ছেলেদের সাথে তাল মিলিয়ে মেয়েরাও এগিয়ে …………..শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৬

ছেলেদের সাথে তাল মিলিয়ে মেয়েরাও এগিয়ে …………..শিক্ষামন্ত্রী

গোলাপগঞ্জ সংবাদদাতা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে।  ২০২১ সালের মধ্যে আমাদের এই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আগে মেয়েরা স্কুল কলেজে বেশিরভাগ যেতো না। এখন স্কুল-কলেজে সুযোগ সুবিধা ভালো হওয়ায় ছেলেদের সাথে তাল মিলিয়ে মেয়েরাও এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার দেশের প্রত্যেকটি বিভাগে যুগোপযোগী উন্নয়ন করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, খাদ্যসহ প্রতিটি বিষয়ে উন্নয়নের মাধ্যমে আমরা অনেকদুর এগিয়েছি। আমরা বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, মাতৃত্ব কালীন ভাতা, সন্তান গর্ভকালীন ভাতা,কৃষি ঋণসহ বিভিন্ন ভাতা আমরা দিয়ে আসছি। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একের অধিক ভবন করে দিয়েছি যাতে করে আমাদের কোমল মতি শিক্ষার্থীরা সুন্দর ভালো ক্লাস রুমে বসে লেখাপড়া করতে পারে। আমরা গোলাপগঞ্জ উপজেলার ১শত ১৯ টি প্রাইমারী স্কুলে মতুন ভবন করে দিয়েছি। আমরা প্রায় প্রতিটি রাস্তাঘাট, ব্রিজ, কালবাট সহ যোগাযোগ ব্যবস্তার অনেক উন্নয়ন হয়েছে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল থেকে কলেজে উন্নীত করা হয়েছে। আমাদের লক্ষ্য একটাই আমাদের নতুন প্রজন্মের শিক্ষর্থীরা ঝরে না পড়ে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ১হাজার ৩শ ৩২টি মাদ্রাসার উন্নয়ন, ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসায় রূপান্তর, ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু ও ১টি এরাবিক মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় কোর্স চালু করা হয়েছে বলে জানান তিনি। যা বিগত একশ বছরেও শিক্ষার ক্ষেত্রে এমন উন্নয়ন হয়নি। তিনি শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটছে বলে উল্লেখ করেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ছাদ উদ্দিনের পরিচালনায় চৌধুরী বাজার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নবাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়। মন্ত্রী সভাস্থলে পৌছার পর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ও ৯নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রিয় যুবলীগ নেতা এডভোকেট আব্বাছ উদ্দিন,গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন। অন্যানোর মধ্য বক্তব্য দেন, ৯নং ওয়ার্ডের মেম্বার সাঈদ আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা খলিলুর রহমান, ইমাম উদ্দিন কনাই,জাকির হোসেন, মিন্টু চক্রবর্তী, রাজু আহমদ, আব্দুল মালেক, জুবের আহমদ প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, গোলাপগঞ্জ পুলিশিং কমিউনিটির সভাপতি আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম শোয়েব, জেলা অওয়ামীলীগ নেতা হাছিন আহমদ মিন্ট, জেলা যুবলীগ নেতা সোহেল আহমদ শাহেল,আমুড়া ইউপি আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক আবু সুফিয়ান আজম. ছাত্রলীগনেতা মনছুর আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক ইউনুছ চৌধূরী, নির্বাহী সদস্য জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিটির সেক্রেটারী সেলিম হাসান কাওছার, উপজেলা যুবলীগ নেতা ফখরুল ইসলাম, মহানগর ছাত্রলীগ উপ সাহিত্য সম্পাদক মুবিনুজ্জামান মুবিন, বাঘা ইউপি স্বেচ্ছা সেবকলীগ নেতা ছায়েম আহমদ, পৌর ছাত্রলীগ যুগ্ন সাধারণ সম্পাদক সুমন আলী,সহ-সম্পাদক নাদিম মাহমুদ শিপলু প্রমুখ।  এদিকে শিক্ষামন্ত্রী শুক্রবার সকালে গোলাপগঞ্জের ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য দেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুস ছালিকের সভাপতিত্বে ও তাহের উদ্দিন তাজ্জুব মাষ্টারের পরিচালনায় ্আরও বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সৈয়দ মিছবাহ উদ্দিন, এডভোকেট আব্বাস উদ্দিন, মাছুম চৌধুরী, ময়নুল হক, জহির উদ্দিন, আব্দুল কাইয়ুম ও মাদ্রাসার শিক্ষার্থী এহিয়া আহমদ। নুরুল ইসলাম নাহিদ বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা আমাদের অর্জন করতে হবে।  তিনি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে ১হাজার ৩শ ৩২টি মাদ্রাসার উন্নয়ন, ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসায় রূপান্তর, ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু ও ১টি এরাবিক মাদ্রাসায় বিশ্ববিদ্যালয় কোর্স চালু করা হয়েছে বলে জানান তিনি। যা বিগত একশ বছরেও শিক্ষার ক্ষেত্রে এমন উন্নয়ন হয়নি। তিনি শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটছে বলে উল্লেখ করেন। এছাড়াও  তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে যোগ দেন। বিকালে শিক্ষামন্ত্রী লক্ষীপাশা ইউপির মুকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোদন,চৌধুরী বাজার মাদার খাঁপাড়া সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।



This post has been seen 900 times.

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১