সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
নিউ সিলেট ডেস্ক ::::: দক্ষিণ আফ্রিকা শেষবারের মতো টেস্টে প্রথম ১০ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়েছিল ১০ বছর আগে, ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আবারও প্রোটিয়া টপ অর্ডারের এমন বিপর্যয় দেখা গেল মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডের দুর্দান্ত বোলিংয়ের কারণে। প্রথম আট ওভারের মধ্যে তিন উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত প্রথম ইনিংসে সংগ্রহ করতে পেরেছে ২৪২ রান।
প্রথম ১৩ ওভারের মধ্যে মাত্র ৩২ রান সংগ্রহ করতে দক্ষিণ আফ্রিকা হারিয়েছিল চারটি উইকেট। একে একে সাজঘরে ফিরেছিলেন স্টিফেন কুক (০), হাশিম আমলা (০), ডিন এলগার (১২) ও জেপি ডুমিনি (১১)। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অধিনায়ক ফাফ দু প্লেসি। ফিরে গেছেন ৩৭ রান করে। ৮১ রানেই পাঁচ উইকেট হারিয়ে তখন বেশ বিপর্যস্ত অবস্থা প্রোটিয়াদের। তবে চাপের মুখে দারুণ ব্যাটিং করে দলীয় সংগ্রহটা সম্মানজনক পর্যায়ে নিয়ে গেছেন কুইন্টন ডি কক ও টেমবা বাভুমা। ষষ্ঠ উইকেটে তাঁরা গড়েছেন ৭১ রানের জুটি। দলীয় ১৫২ রানের মাথায় বাভুমা আউট হয়েছেন ৫১ রান করে। ডি কক অবশ্য আরো বেশ কিছুক্ষণ ভুগিয়েছেন অসি বোলারদের। শেষ পর্যন্ত হ্যাজেলউডের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে খেলেছেন ১০১ বলে ৮৪ রানের লড়াকু ইনিংস।
অস্ট্রেলিয়ার পক্ষে দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। তিনটি উইকেট গেছে হ্যাজেলউডের ঝুলিতে। দুটি উইকেট নিয়েছেন অফস্পিনার নাথান লায়ন।
দক্ষিণ আফ্রিকার করা ২৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ঝড়োগতিতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ৫৩ বল খেলে সংগ্রহ করেছেন ৫৯ রান। এ প্রতিবেদন লেখার সময় কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ৮৮ রান জমা করে ফেলেছে স্বাগতিকরা। ২৬ রান করে অপরাজিত আছেন আরেক ওপেনার শন মার্শ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি