সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬
নিউ সিলেট ডেস্ক :: রাতে লা লিগায় মেসির ফেরার ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেন রাফিনিয়া, একটি করে গোল করেন মেসি ও সুয়ারেজ। নেইমার গোল না পেলেও দুটি গোলে অবদান রেখেছেন।
চোট কাটিয়ে উঠা লিওনেল মেসিকে প্রথমে বেঞ্চে রেখে আক্রমণভাগ সাজান এনরিকে। শুরুতেই বেশ কয়েকটি সুযোগও তৈরি করে নেইমার-সুয়ারেজরা। কিন্তু নেইমারের জোরালো ভলি ক্রসবারে লাগার পর ফিরতি বলে সুয়ারেজের হেড একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এরপর ২১তম মিনিটে লুইস সুয়ারেজের সঙ্গে বল দেওয়া নেওয়া করে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া। সাত মিনিটের ব্যবধানে আরও দুবার বল জালে জড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা।
এরপর ৩৬তম মিনিটে ফিরতি বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া। ৪৩তম মিনিটে নেইমারের রক্ষণচেরা পাস ধরে সঙ্গে লেগে থাকা এক জনকে এড়িয়ে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ।
৫৫তম মিনিটে সের্হিও বুসকেতসকে উঠিয়ে মেসিকে নামান লুইস এনরিকে। মাঠে নামার তৃতীয় মিনিটেই স্কোরশিটে নাম লেখান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। নেইমারের দারুণ একটি পাস ছয় গজের বক্সের সামনে পেয়ে প্রথম শটেই লক্ষভেদ করেন তিনি।
৬৫ মিনিটে আরেকটি বড় ধাক্কা খায় দেপর্তিভো। নেইমারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সানাব্রিয়া রুইজ। অতিথিরা পরিণত হয় ১০ জনের দলে। এই সুযোগে বার্সা অবশ্য আর ব্যবধান বাড়াতে পারেনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
EDITOR & PUBLISHER:
JUMAN AHMED
OFFICE : 4/4 SURMA MARKET
SYLHET
EMAIL:newsylhet2016@gmail.com
WEB:www.sylheterkhobor.com
MOB:01712-298815
Design and developed by ওয়েব হোম বিডি