ইন্দোনেশিয়ায় মাঠেই প্রাণ গেল গোলরক্ষকের

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭

ইন্দোনেশিয়ায় মাঠেই প্রাণ গেল গোলরক্ষকের

নিউ সিলেট ডেস্ক : ইন্দোনেশিয়ার শীর্ষ পর্যায়ের লীগে খেলার সময় নিজ দলের ফুটবলারের সাথে সংঘর্ষ হয় ৩৮ বছর বয়সী গোলরক্ষক চইরুল হুদার। মাঠেই পড়ে যান তিনি। দ্রুতই হাসপাতালে নেয়া হয়, কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে তার ক্লাব পারসেলা এফসি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায় গোলরক্ষক হুদা বুকে ও মুখে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। পূর্ব জাভার যেই হাসপাতালে চইরুল হুদাকে নেয়া হয়েছিল সেখানকার চিকিৎসক বলেছেন মুখোমুখি সংঘর্ষে আঘাতপ্রাপ্ত হয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
গোলরক্ষক আহত হওয়ার পর শেষ পর্যন্ত ম্যাচটি অবশ্য ২-০তে জিতেছে পারসেলা এফসি। এই ক্লাবের হয়ে পাঁচশোর মতো ম্যাচ খেলেছেন গোলরক্ষক চইরুল হুদা, ফলে সমর্থকদের মধ্যেও তাকে ঘিরে তৈরি হয় গভীর শোক।
হাজার হাজার ভক্ত এসে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাদের প্রিয় খেলোয়াড়টিকে। ইন্দোনেশিয়ার ফুটবল লেখক অ্যান্টনি সাট্টন বিবিসিকে বলেছেন নিজ শহরেই থাকতে ভালোবাসতেন এবং একই ক্লাবে খেলে গেছেন দেশটির এই ফুটবল লিজেন্ড চইরুল হুদা। সূত্র-বিবিসি।



This post has been seen 355 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১