সাউদাম্পটন-নিউক্যাসল ও ব্রাইটন-এভারটনের ড্র

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭

সাউদাম্পটন-নিউক্যাসল ও ব্রাইটন-এভারটনের ড্র

নিউ সিলেট ডেস্ক : সাউদাম্পটনকে বাঁচিয়ে দিলেন ম্যানুলো গাবিয়াদিনি। রোববার রাতে সেন্ট মেরি স্টেডিয়ামে জোড়া গোল করে নিউক্যাসল ইউনাইটেডকে জয়বঞ্চিত করেছেন তিনি। ইতালিয়ান স্ট্রাইকারের নৈপুন্যে ইংলিশ প্রিমিয়ার লিগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের সমতায়। ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে গিয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। প্রায় ২৫ গজ দূর থেকে ইসাক হেইডেনের জোড়ালো এক শট জড়িয়ে যায় সাউদাম্পটনের জালে। দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে প্রায় একক প্রচেষ্টায় সেইন্টদের সমতায় ফেরান গাবিয়াদিনি। দুই মিনিট পরই (৫১তম মিনিটে) অবশ্য আবারও এগিয়ে যায় নিউক্যাসল। এবার রাফা বেনিতেজের দলকে আনন্দে ভাসান স্প্যানিশ ফরোয়ার্ড আয়োজ পেরেজ। তবে ম্যাচ শেষ হওয়ার পনের মিনিট আগে পেনাল্টি পেয়ে যায় সাউদাম্পটন। এবারও বল জালে জড়াতে ভুল করেননি গাবিয়াদিনি।
এদিকে, এভারটন আর ব্রাইটনের ম্যাচটিও নিষ্পত্তি হয়েছে ১-১ গোলের ড্রতে। ব্রাইটনের বিপক্ষে এক গোলে পিছিয়ে থাকা এভারটন শেষমুহুর্তের পেনাল্টিতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। পেনাল্টিতে গোল করেন ওয়েইন রুনি।



This post has been seen 446 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১