পাকিস্তান যাবে শ্রীলঙ্কা

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭

পাকিস্তান যাবে শ্রীলঙ্কা

নিউ সিলেট ডেস্ক : সংযুক্ত আমিরাতে চলছে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে দু’দল মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। চার-ছক্কার ওই সিরিজের শেষ ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সব ঠিকঠাক থাকলেও হঠাৎ পাকিস্তানে যেতে অনীহা প্রকাশ করেন লঙ্কান ক্রিকেটাররা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছে লিখিত বক্তব্যে ভেন্যু বদলের অনুরোধ করেছেন ক্রিকেটাররা। কিন্তু তাদের আবেদনে সাড়া না দিয়ে আগের সিদ্ধান্তেই অটুট থাকার কথা জানিয়েছে বোর্ড। এসএলসি জানিয়েছে টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাকিস্তানের লাহোরে নিশ্চিত দল পাঠাচ্ছে তারা। ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরেন লঙ্কান দল। সে থেকে দীর্ঘ আট বছর কেটে যাচ্ছে, পাকিস্তান চোখে দেখেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। এরপর গত ১৪ আগস্ট শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা ঘোষণা দেন, আবারও পাকিস্তান সফরে যাবে চান্দিমাল-থারাঙ্গারা।
সেদিন সুমাথিপালা তার বক্তব্যে বলেছিলেন, আমি আমার দলকে পাকিস্তানে পাঠাতে মুখিয়ে আছি। পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা। সেটার অন্তত একটা হলেও লাহোরে ফেলতে চাই।
এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, শ্রীলঙ্কার সীমিত ওভারের অধিনায়ক উপল থারাঙ্গা এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট পুরো টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন কাউকে অধিনায়কের দায়িত্ব দিতে চাইছে।



This post has been seen 415 times.

সর্বশেষ শিরোনাম

অনুসন্ধান ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১